Advertisements

একাধিকবার বিয়ের প্রস্তাব দিলেও রাজি হননি এই নায়িকা, সেই রাগে তিন দশক পর বদলা নিলেন সালমান খান!

Advertisements

ঐশ্বর্য রাই, সঙ্গীতা বিজলানী, সোমী আলি, ক্যাটরিনা কাইফ থেকে বি-টাউনের একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নাম জড়িয়েছে তার। সে কবে বিয়ে করবে তা নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। এখানে কথা হচ্ছে বলিউড ভাইজান সলমন খানকে নিয়ে। বলিউডের ভাইজানের বিষয়ে সবারই প্রবল উৎসাহ ৷ কিন্তু কেউই জানেনা কবে বিয়ে করবেন সলমন খান! অনেকের সাথে সম্পর্ক থাকলেও ছাদনাতলা পর্যন্ত পৌঁছায়নি একটি সম্পর্কও। বি-টাউনের এক অভিনেত্রীর প্রেমের পাগল হয়েছিলেন সাল্লু। কিন্তু সেই অভিনেত্রী রাজি না হওয়ায় পরবর্তীকালে বদলাও নেন বলিউড ভাইজান। কিন্তু কে সেই অভিনেত্রী জানেন কি?

বলিউডের কয়ামত গার্লের ভক্ত ছিলেন বলিউড ভাইজান। সবাই জানেন কয়ামত গার্ল মানে জুহি চাওলার কথা বলা হচ্ছে। নব্বইয়ের দশকে জুহি চাওলার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন সাল্লু ৷ অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সফল হয়নি সেই স্বপ্নও৷ ‘আন্দাজ আপনা আপনা’ ছবির শ্যুটিং চলাকালীন সেই ট্যুরে গিয়েই জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন। কিন্তু রাজি হন না জুহি। এমনকি জুহি চাওলার বাবারও সলমনকে পছন্দ হয়না। সলমনের প্রস্তাব নাকোচ করে দেন তিনিও৷

জুহি খুব মিষ্টি স্বভাবের বলেই জুহিকে সলমনের মনে ধরেছিল। সেই সময়ে সাফল্যের মধ্য গগনে ছিলেন জুহি চাওলা। একের পর এক ছবি বক্স অফিস কাঁপাচ্ছিল, ভাঙছিল একাধিক রেকর্ডও৷ কিন্তু সলমন তেমন জনপ্রিয় হননি৷ তাই হয়তো সাল্লুর প্রস্তাবে রাজী হয়না জুহি। যদিও আসল কারণ তারাই বলতে পারবেন। এরপরে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জুহি-জয়ের। তবে, সেদিনের নাকচটা হয়তো আজও ভুলতে পারেনি বলিউড ভাইজান। প্রকাশ্যে সবার সামনে এবার নিলেন বদলা।

‘বিগ বস সিজন-৯’ সালটা ২০১৫। সেখানে অতিথি হয়ে এসেছিলেন সলমনের একসময় ক্রাশ জুহি চাওলা। সেখানে এসে জুহি সলমনের সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু সলমন নায়িকা নয় সরাসরি মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন। আর এই ঘটনার পর অনেকেই মনে করছে এটা হয়তো পুরনো রাগ থেকেই বলেছেন অভিনেতা।

Related Articles