ঠিকরে বেরোচ্ছে যৌবন, নববর্ষের শুরুতেই নতুন চমক দেখালেন মধুমিতা, রইল ভিডিও

বাঙালি নববর্ষে সাধারণত মেয়েরা শাড়িতে সাজেতে বেশি ভালোবাসেন তবে স্রোতের বিরুদ্ধে হাটা একপ্রকার স্বভাবে দাঁড়িয়ে গেছে অভিনেত্রী মধুমিতা সরকারের। আর তাই নববর্ষ উপলক্ষ্যে হট অবতারে এসে আবার চর্চায় উঠে আসলেন অভিনেত্রী। প্রথম জীবন টেলিভিশন দিয়ে শুরু করলেও এখন মধুমিতা বড় পর্দার একজন নামিদামি নায়িকা। লাভ আজ কাল পরশু সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন অভিনেত্রী আর তারপর থেকেই নায়িকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
অভিনেত্রী মধুমিতা সরকার কয়েক দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ মধুমিতা এবং তার সোশ্যাল একাউন্ট গুলিতে ভক্ত সংখ্যা ও প্রচুর। মধুমিতা প্রত্যেকটি ছবি প্রচুর লাইকের সংখ্যা পায় সোশ্যাল মিডিয়াতে । নববর্ষ উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী, কালো বিকিনি টপ সঙ্গে একই রঙের জ্যাকেট আর কালো প্যান্টে সেজেছিলেন মধুমিতা। খোলা চুল ও হালকা মেক-আপে সকলের নজর কেড়েছেন তিনি।
কিছুদিন আগেই মধুমিতার সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাঁর ছবিতে লাইক মারেছিলেন বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ান । যা নিয়েও বেশ আলোড়ন পড়েছিলো। অভিনেত্রীর মাজেসাজেই সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে সামনে আসেন, মুহুর্তেই ভাইরাল হয় সেইসব পোস্ট, মধুমিতাকে তার বোল্ডনেসের জন্য ট্রোল ও হতে মাঝেমধ্যেই, তবে সেসবের ধার ধারেনা অভিনেত্রী বরং কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে শত্রুর মুখে ছাই দেন।
২০১১ সালে টেলি সিরিয়াল সবিনয় নিবেদন’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মধুমিতার। তবে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা জিতে নেন মধুমিতা। অর্জুন চক্রবর্তী বিপরীতে ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ডেভিউ করেন মধুমিতা। এ সিনেমায় ফুটে উঠেছিল নতুন প্রেমের এক মিষ্টি গল্প। এরপর গত বছর লকডাউন ওঠার পরেই মুক্তি পায় মধুমিতা এবং অপরাজিতা আঢ্য অভিনীত ‘চিনি’, এই সিনেমায় মা ও মেয়ের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এখন মধুমিতা ব্যস্ত নিজের তৃতীয় ছবি ‘ট্যাংরা ব্লুজ’ এর শুটিং নিয়ে। পরমব্রত চট্টোপাধ্যায়ের এর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে মধুমিতাকে।