Advertisements

প্রেম করে মল মাসে বিয়ে করলেন দেবশ্রী, নতুন জামাইবাবুকে যা বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

Advertisements

আবারো খুশির হাওয়া গঙ্গোপাধ্যায় পরিবারে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় ২ এপ্রিল অর্থাৎ গতকাল বাঁধা পড়লেন সাতপাকে। নিজের দীর্ঘদিনের বন্ধু অমিত ভাটিয়া কে বিয়ে করলেন দেবশ্রী।

গঙ্গোপাধ্যায় পরিবারের ছোট মেয়ে শুভশ্রী নায়িকা হওয়ার সুবাদে প্রতি সময়ে থাকেন লাইটের অন্তরে, তবে তাদের পরিবারে খুদে সেলিব্রেটি ইউভান আসার পর প্রতি সময়ে শিরোনামে থাকে শুভশ্রীর পরিবার, আর থাকবেই বা কেন ছোট্ট ইউভানকে তুলনা করা হয় বলিউডের তৈমুরের সাথে। কিছুদিন আগেই তার অন্নপ্রাশন নিয়ে ধুমধাম পড়েছিল বাড়িতে আর এবার তার বড় মাসীমনির বিয়ে, আর সেই কারণেই মাম্মা শুভশ্রী বেশ ব্যস্ত।

গত সাত বছর ধরে কাজের সূত্রে একে অপরকে চেনেন অমিত এবং দেবশ্রী। দুজন বেশ ভালো বন্ধু, আর সেই বন্ধুত্বকেই ভালোবাসার সম্পর্কে পরিণত করতে গত ভ্যালেন্টাইন্স ডে তে দেবশ্রী কে প্রপোজ করেন অমিত। আর ২৮ দিনের মাথাতেই সাত পাকে বাঁধা পড়লেন শুভশ্রীর দিদি জামাইবাবু।

রাজ চক্রবর্তী এই মুহূর্তে ভোটের ময়দানে, তাই শুভশ্রী একা হাতে সামলেছেন নিজের দিদির বিয়ের সমস্ত তোড়জোড়। পাঞ্জাবি বাড়িতে বিয়ে হওয়ার কারণে সমস্ত আচার-অনুষ্ঠান সেই মতেই পালিত হয়েছে আর সেই কারণেই চৈত্র মাসে চার হাত এক করলেন দেবশ্রী এবং অমিত। ২৪ শে এপ্রিল তাদের রিসেপশন যেখানে থাকবে কন্টিনেন্টাল ডিসের আয়োজন।

দেবশ্রীর বিয়ের পর দিদি জামাইবাবুর ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী। দিদিকে জানিয়েছেন নতুন জীবনের শুভেচ্ছা, ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই হয়েছে ভাইরাল।

Related Articles