অন্তঃসত্ত্বা গৌরি, শোনা মাত্রই ঘাবড়ে যেতেন শাহরুখ খান

বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং তার পত্নী গৌরীর মুম্বাই নগরীতে তাদের স্বপ্নপুরী মন্নতে তিন সন্তান আরিয়ান সুহানা এবং আব্রাহাম কে নিয়ে সুখের সংসার। কিছুদিন আগেই কিং খান এর নাম উঠে এসেছিল বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের মধ্যে। তবে শুরুটা যে এতটা সহজ ছিল না। শূন্য পকেট এ শুরু করেছিল নিজের সংগ্রাম, পাশে একমাত্র পেয়েছিল ভালোবাসার মানুষ স্ত্রী গৌরীকে।
শাহরুখকে অনেকবারই বলতে শোনা গিয়েছে বিয়ের পর গৌরীকে তিনি নিয়ে উঠেছিলেন সিনেমার সেটে, স্ত্রীকে মিথ্যে কথা বলে হানিমুনে সুইজাল্যান্ডের বদলে নিয়ে গিয়েছিলেন দার্জিলিঙে। একটা সময়ে তাদের জীবনে এসেছিল তাদের প্রথম সন্তান তবে মিসক্যারেজের ফলে থাকেনি সেই সন্তান।
এরপর গৌরী শাহরুখের জীবনে আসে তাদের পুত্র আরিয়ান তবে প্রথম থেকেই দম্পতির ইচ্ছা ছিল তাদের প্রথম সন্তান হোক কন্যা, আর সেই কারণে দ্বিতীয় বার সুহানা তাদের জীবনে আসায় যার পর নাই খুশি হয়েছিলেন শাহরুখ। শাহরুখের জানিয়েছিলেন, সুহানার জন্মের সময় গৌরী শাহরুখকে বলেছিলেন আমাদের সব সন্তানই কি তোমার মতন দেখতে হবে! মেয়েকে শাহরুখ কতটা ভালবাসেন তা সুহানাকে শাহরুখের আগলে রাখার ভঙ্গি দেখলেই বোঝা যায়। নিজে পর্দার রোমান্টিক হিরো হলেও মেয়েকে নিয়ে বেশ কনজারভেটিভ এসআরকে। মেয়েকে কেউ চুমু খেতে আসলে তার মুখ তিনি ভেঙে দিতে পারেন, এমনটাই বলেছিলেন কফি উইথ করণের শো-এ বসে।
সুহানার পরে তৃতীয় সন্তান নেওয়ার ইচ্ছে ছিল গৌরী এবং শাহরুখের আর সেই মতনই তাদের জীবনে তৃতীয়বারের জন্য আসে ছোট্ট আব্রাহাম। বাবা হিসাবে শাহরুখ খুবই রক্ষণশীল সেই কথা নিজের মুখে স্বীকার করেছিলেন শাহরুখপত্নী গৌরী। ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতন সম্পর্কে মিশলেও বাবা হিসাবে তিনি পর্দার অমলেশ পুরি থেকে কোন অংশে কম নয় সে কথা বহুবার নিজেই স্বীকার করেছেন শাহরুখ।