বিয়ের পরেরদিনই ভাইরাল শুভশ্রীর দিদির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

রাজবাড়ীতে বসেছিল রাজকীয় বিয়ের আসর। আলোর রোশনাই ছিল বাওয়ালি রাজবাড়ী চারিদিকে। দেখতে দেখতে তিন বছর প্রায় পার হতে চলল শুভশ্রী ও রাজ চক্রবর্তীর বিয়ে। টলি পরিচালক রাজ চক্রবর্তী কে বিয়ে করে সুখে সংসার করছে শুভশ্রী গাঙ্গুলী। কিছুদিন আগেই তাদের ঘর আলো করে এসেছে এক খুঁদে সদস্য। ছেলে ইউভানকে নিয়েই দিন কাটছে তাদের। আর তারমধ্যেই আবার নতুন খুশির খবর দিলেন অভিনেত্রী।
আবার শুভশ্রীর পরিবারে শোনা গেল সানাইয়ের সুর। চারিদিকে শঙ্খ ও উলুধ্বনিতে চারহাত এক হলো শুভশ্রীর পরিবারের এক সদস্যের। আসলে গত 2 এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিদি জামাইবাবুর আদর ঘন বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দেবশ্রী গঙ্গোপাধ্যায় জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে কম কিছু নয়। তিনি নিজেও একজন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং সংখ্যাও প্রচুর। দীর্ঘ সাত বছর বন্ধুত্বের পর মাত্র 28 দিনের প্রেমের সম্পর্কের পর প্রাক্তন সহকর্মী অমিত ভাটিয়ার সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হয়েছেন দেবশ্রী।
বিয়ের পরপরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেবশ্রী নিজের বিয়ের কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে চেয়ারে হেলান দিয়ে বসে আছে অমিত আর পিছন দিক থেকে অমিতকে চুম্বনে ভরিয়ে দিচ্ছে দেবশ্রী। বিয়ের এক দিন কাটতে না কাটতেই স্বামীর সাথে প্রকাশ্যে আদুরে মুহুর্তের তার ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে প্রচুর মানুষ তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।