দেশনিউজ

চীনের চোখে চোখ রেখে লড়বে ভারত, বাঁধের বদলে বাঁধের পরিকল্পনা মোদী সরকারের

আর এই বাঁধ কোন সাধারন বাঁধ নয়, ১০ গিগা ওয়ার্ডের হাইড্রোপাওয়ার প্রজেক্ট বানাবে ভারত।

Advertisement
Advertisement

চীনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলো ভারত। কয়েকদিন আগে খবর এসেছিল যে চীন ব্রহ্মপুত্র নদের ওপর জলবিদ্যুৎ প্রকল্প বানাবে। আর এই খবর শোনা মাত্রই ভারত এবং বাংলাদেশ আপত্তি জানিয়েছিল। কিন্তু চীন সেকথা শোনেনি। এর পাল্টা জবাবে বাঁধ বানাবে ভারত। এই বাঁধ কোন সাধারন বাঁধ নয়, ১০ গিগা ওয়ার্ডের হাইড্রোপাওয়ার প্রজেক্ট বানাবে ভারত।

আর এই বাঁধ ভারত ব্রহ্মপুত্র নদের ওপরই বানাবে। চীনকে বাঁধ বানাতে আপত্তি করার কারণ হলো চীনের ওই বাঁধ এর প্রভাবে ভারতের কিছু অংশের ওপর বন্যার আশঙ্কা রয়েছে। মূলত চীনের ঘোষণার পরে ভারতের এই ঘোষণা দেখে কূটনৈতিক মহল মনে করছে চীনকে চাপে রাখতেই নিজের দেশে পাল্টা বাঁধ তৈরির ঘোষণা করেছে ভারত।

কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল, চীনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে সেই সঙ্গে লড়াই করতে অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নদের ওপর জলাধার বানানোর বিশেষ প্রয়োজন রয়েছে। এমনিতেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ তার ওপর আবার এই বাঁধ নিয়ে দুই তরফের মনোমালিন্য এই বিভেদকে আরো বাড়িয়ে দেবে বলেই মত বিশেষজ্ঞদের।

Related Articles