ভাইরাল ভিডিও

ঝুমুর গানের তালে অসাধারণ নৃত্য করে তাক লাগালেন ৫ যুবতী, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

Viral Video: ঝুমুর গানের তালে সবুজে ঘেরা পরিবেশে অসাধারণ নৃত্য পরিবেশনে নজর কাড়লেন পাঁচ যুবতী! তুমুল ভাইরাল ভিডিও (Video)। বলতে গেলে আজকালকার যুগে ভাইরাল হওয়া কোনো নতুন বিষয় নয়। রাস্তায়, ট্রেনে, বাসে বা যেকোনো পরিবেশেই মানুষজন নেচে ভাইরাল (Viral) হয়। আর তার প্রকৃষ্ট উদাহরণ হল শ্রেয়া রায়ের (Shreya Roy) মতো মেয়েরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষজন এতটাই উন্নত হয়েছে যে, চাকরি, ব্যবসা ছাড়াও মানুষজন সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে লাখ লাখ টাকা উপার্জন করেন।

Viral Video

তবে, শুধু শুধু তো আর টাকা আসেনা। আপনার চ্যানেলে যতবেশি ভিউয়ার্স হবে তত বেশি টাকাই ক্রেডিট হবে একাউন্টে। আর এই সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় বলুন তো? একটা ভিডিও (Video) করার মতো ফোন আর কিছু ডেটা তাহলেই একেবারে কেল্লাফতে। কেউ ঘুরে বেড়ানোর ভিডিও (Video) , কেউ খাওয়ার, কেউ বা আবার নিজের দৈনন্দিন জীবনের সবকিছু, আবার কাউকে যেখানে সেখানে নাচতে দেখা যায়।

Deactivating UPI
অকেজো হয়ে যাবে Gpay, Phonepe! ডিসেম্বরের কবে? জেনে নিন

প্রথমদিকে এই বিষয়টি সকলের কাছে অদ্ভুত মনে হলেও বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে সবারই বিষয়টি সয়ে গেছে।এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান একটি মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন নিত্যনতুন ভিডিওর মাধ্যমে। আর যারফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে-কানাচে। আজকালকার দিনে মানুষ আগের চেয়ে অনেকটাই আধুনিক হয়েছেন।

আর তাইতো ঘরের গণ্ডি পেরিয়ে তারা সমাজের কাছে নিজের প্রতিভা দিয়ে নিজেকে মেলে ধরছেন। সম্প্রতি তেমনই পাঁচ যুবতী নাচের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছেন নেটমাধ্যমে। যেখানে ওই পাঁচ যুবতীকে চায়ের বাগানের মধ্যে একই তালে নাচতে দেখা যাচ্ছে। ‛লালে লাল ওই পলাশ বন’ নামের একটি ঝুমুর গানের সঙ্গে তারা অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন।

ওই প্রত্যেকেটি মেয়ের পরণে রয়েছে সবুজ রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ। মাথায় গোঁজা ফুল। তারা প্রত্যেকেই বেশ মিষ্টি করে সেজেছেন। এমনকি তাদের প্রত্যেকের নাচে বেশ মুগ্ধও হয়েছেন সকলেই। ‛Joyjit Dance’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ৪ বছর আগে শেয়ার করা ভিডিওটি এখনও পর্যন্ত ৪৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ। ভিডিওটি বেশ পুরোনো হলেও ফের একবার নতুন করে নেটমাধ্যমে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles