সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ডুপ্লিকেট ক্যাটরিনা, এই সুন্দরীর রুপে ফিদা নেটিজেনরা

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন ১৩ তে প্রতিযোগী হয়ে এসেছিলেন শেহনাজ গিল। শেহনাজ তার চুলবুলি স্বভাবের দ্বারা সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। এমনকি শো এর সঞ্চালক সালমান খান ও বেশ পছন্দ করতো শেহনাজ কে। সেহেনাজ এবং সিদ্ধার্থের সম্পর্কের রসায়ন হয়ে উঠেছিল বিগ বস ১৩ অন্যতম মূল আকর্ষণ। শেহনাজ এর খুনসুটি হাসি কান্নায় বিগ বস ১৩ পৌঁছে গিয়েছিল টি আর পি শীর্ষে। শেহনাজ এর আবদার ফেলতে পারতেন না স্বয়ং বিগ বস নিজেও। বিগবসের ইতিহাসের সব থেকে এন্টারটেইনিং পার্টিসিপেট বলতেই উঠে আসবে শেহনাজ এর নাম।
বিগ বসের ঘর থেকে বেরোনোর পরও শেহনাজ এর জনপ্রিয়তা তে এতটুকু ভাটা পড়েনি। বিগ বসের ঘরে বলা শাহনাজের বিভিন্ন সংলাপ নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল । ইতিমধ্যে বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শেহনাজ। সিদ্ধার্থের সাথেও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন তিনি। সিদ্ধার্থ এবং শেহনাজ এর ফ্যানরা তাদের নাম একসাথে জুড়ে দিয়ে সিদনাজ করেদিয়েছন।
বিগ বসের ঘরে প্রবেশ করেই শেহনাজ নিজেকে পরিচয় দিয়েছিলেন পাঞ্জাবের ক্যাটরিনা ক্যাফ বলে, যাতে রীতিমতো হেসে লোটাপুটি গিয়েছিলেন সঞ্চালক সালমান, অবশ্য শেহনাজ বলেছিলেন তিনি জানেন তিনি খানিকটা মোটা, তবে বিগ বস হাউস থেকে বেরিয়ে নিজেকে আমূল বদলে দিয়েছেন অভিনেত্রী। শরীরের সমস্ত ফ্যাট ঝরিয়ে একেবারে স্লিম ফিট হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। দিন দিন বেড়ে চলেছে শেহনাজ এর অনুরাগীর সংখ্যা।
সম্প্রতি শাহনাজের কিছু ছবি ভাইরাল হয়েছে যেগুলো দেখলে তাকে আপনি গুলিয়ে ফেলতে পারেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা ক্যাপ এর সাথে। বিগ বসের ঘরে থাকাকালীন শাহনাজ জানিয়েছিলেন তিনি ক্যাটরিনার কত বড় ভক্ত। নিজেকে বারবার পাঞ্জাবের ক্যাটরিনা বলে পরিচয় দিতেন তিনি। তবে এবার সত্যিকারেই পুরোপুরি ক্যাটরিনার ডুপ্লিকেট হয়েই ক্যামেরায় ধরা দিলেন শাহনাজ।
পরনে কালো শর্ট স্কার্ট এবং কালো টপস, চাইনিজ কাট করা সামনের চুল, হঠাৎ দেখে চেনার উপায় নেই। এই অবতারেই পাপারাতজিদের ক্যমেরার ধরা দিলেন শাহনাজ, নিজের ইনস্টাগ্রামেও এইরূপে একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি, তাতেও তাকে লাগছে সুপার কিউট।