টেক নিউজ

অকেজো হয়ে যাবে Gpay, Phonepe! ডিসেম্বরের কবে? জেনে নিন

Advertisement
Advertisement

Deactivating UPI: নতুন বছরে আর ইউপিআই ব্যবহার করা যাবে না! ৩১ শে ডিসেম্বরের রাতে একাধিক ইউপিআই আইডি (Deactivating UPI) বন্ধ হয়ে যাবে! শুনেই ঘাবড়ে যাচ্ছেন? জানিয়ে রাখি, ঘাবড়ানোর কিছু নেই। কারণ, এই ঘটনা তাঁদের সঙ্গে ঘটতে চলেছে যাঁরা বিগত কিছু সময় ধরে ইউপিআই আইডি (UPI Id) ব্যবহার করেননি। কাঁদের ইউপিআই আইডি এই দলে পড়ছে? বিস্তারে জানতে পড়ুন এই প্রতিবেদন।

Deactivating UPI

কেন গুগল পে ও ফোন পে ইউপিআই আইডি বন্ধ করতে চলেছে? (Why is Google Pay & PhonePe going to deactivate UPI?) Deactivating UPI

Web Series
ফাঁকা ঘরে দেওরের সঙ্গে শরীরের খেলায় মাতলেন বৌদি, পরিবারের সামনে এই সিরিজ দেখবেন না

পে অ্যাপ গুগল পে ও ফোন পে-এর অসংখ্য ইউপিআই আইডি বন্ধ হতে চলেছে। এটি মূলত হতে চলেছে এনপিসিআই (NPCI) তথা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশের ভিত্তিতে। নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ইউপিআই আইডি ব্যবহারকারী বিগত ১ বছরে তা ব্যবহার করেনি, তাঁদের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। যদিও ব্যবহারকারীকে না জানিয়ে মোটেই করতে বলা হয়নি। ইউপিআই আইডি বন্ধ করার আগে মেসেজ বা ইমেল মাধ্যমে ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠাতে বলা হয়েছে।

ইউপিআই আইডি বন্ধ করার উদ্দেশ্য (Purpose of deactivating UPI ids)

১ বছর ধরে সুপ্ত থাকা ইউপিআই আইডিগুলোক (Deactivating UPI) বন্ধ করার নির্দেশিকা জারি করার পিছনে দাবি করা হয়েছে যে, এনপিসিআই-এর এই পদক্ষেপে ইউপিআই লেনদেন আরও সুরক্ষিত হবে। জানিয়ে রাখি, মোবাইল নম্বর ভেরিফিকেশন (Mobile Number Verification) প্রক্রিয়ার মাধ্যমে ইউপিআই আইডির সচলাবস্থা যাচাই করা হবে। উক্ত নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই আইডি-তে যদি বিগত ১ বছরে কোনো প্রকারের ডিজিটাল ট্রানজ্যাকশন না দেখতে পাওয়া যায়, তাহলে তা বন্ধ করা হবে। এই প্রক্রিয়া শুরু হবে ৩১ শে ডিসেম্বর তারিখ থেকে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles