টেক নিউজনিউজ

Activa vs Jupiter: বাজেট ১ লক্ষ! হন্ডা অ্যাক্টিভা নাকি টিভিএস জুপিটার, কোনটি ভালো?

লঞ্চ হয়েছে হন্ডা অ্যাক্টিভার নতুন এডিসনের স্কুটার, টেক্কা দিচ্ছে টিভিএস জুপিটার

Advertisement
Advertisement

ভারতের বাজরে খুবই জনপ্রিয় একটি স্কুটার হল হন্ডা অ্যাক্টিভা (Activa vs Jupiter)। দীর্ঘদিন ধরে ভারতের বাজারে এই স্কুটারটি রাজ করছে। সম্প্রতি এই স্কুটারের নতুন এডিসন Honda Activa 6G লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে হন্ডা অ্যাক্টিভার কম্পিটিটর হলো টিভিএস জুপিটার। এই স্কুটারটিও ভারতের বাজারে তাদের নতুন এডিসন লঞ্চ করেছে, যার নাম TVS Jupiter SmartXonnect। এই দুটি স্কুটারের মধ্যে কোনটা এগিয়ে রয়েছে? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

কোন স্কুটারের ইঞ্জিন কেমন হবে?

হন্ডা অ্যাক্টিভা স্কুটার (Activa vs Jupiter) দেওয়া হয়েছে ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৭.৭৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হবে। পাওয়া যাবে ১২ ইঞ্চির অ্যালয় হুইল। এই স্কুটারটি প্রতি ঘন্টায় ৬০ কিমি মাইলেজ দেবে। অন্যদিকে টিভিএস জুপিটারে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মিলবে এবং এ থেকে ৮.০৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হবে। এই স্কুটার এর মাইলেজ প্রতি ঘন্টায় ৬২ কিলোমিটার। অর্থাৎ ইঞ্জিনের দিক থেকে টিভিএস জুপিটার হন্ডা অ্যাক্টিভার থেকে এগিয়ে।

কোন স্কুটার কী ফিচার্স রয়েছে?

হন্ডা অ্যাক্টিভার নতুন এডিসনের গাড়িতে অ্যানালগ কনসোল সহ ১৮ লিটারের আন্ডার সিট স্টোরেজ মিলবে। তবে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে না। অন্যদিকে টিভিএস জুপিটারের (Activa vs Jupiter) পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটি। সঙ্গে ১২ ইঞ্চি অ্যালয় হুইল এবং ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ সহ আরো অনেক ফিচার্স মিলবে।

স্কুটার দুটি দাম কত পড়বে?

দামের কথা বললে, হন্ডা অ্যাক্টিভার নতুন এডিসনের স্কুটারের দাম শুরু হচ্ছে ৮০,৭৩৪ টাকা থেকে ৮২,৭৩৪ টাকা পর্যন্ত। অন্যদিকে টিভিএস জুপিটারের দাম শুরু হচ্ছে ৯৬,৮৫৫ টাকা। দাম বেশি হলেও হন্ডা অ্যাক্টিভার থেকে অনেকটাই এগিয়ে টিভিএস জুপিটার (Activa vs Jupiter)।

Related Articles