টেক নিউজনিউজ

৩ ঘণ্টার চার্জেই ছুটবে ১৪০ কিমি, এবার মাত্র ২৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন নতুন TVS X ই-স্কুটার

Advertisement
Advertisement

বিগত কয়েক বছরে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, এগুলি ভীষণভাবে পরিবেশবান্ধব হয়। সেরকমই একটি ইলেকট্রিক স্কুটার সম্প্রতি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেটির নাম হলো ‘TVS X’। এই স্কুটারটি নজর কেড়েছে কমিউটার এবং অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের। এই স্কুটারের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে সেটি একবার সম্পূর্ণ চার্জে ১৪০ কিলোমিটার পথ চলতে সক্ষম হয়। ফলে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে তা ভীষণই সুবিধাজনক।

তবে এই রেঞ্জ ছাড়াও স্কুটারটিতে ভীষণই স্টাইলিশ ডিজাইন দেওয়া হয়েছে যা সকলের সহজেই নজর কাড়ে। শুধুই যে আকর্ষণীয় ডিজাইন তা নয়, এতে শক্তিশালী মোটর দেওয়া হয়েছে যা চালকের অভিজ্ঞতাকে অনেক বেশি ভালো করে। এই স্কুটারে আপনি সর্বাধিক গতি পাবেন ১০৫ কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৪.৫ সেকেন্ড।

সাধারণত ইলেকট্রিক যানবাহনে চার্জিংয়ের জন্য অনেকটা সময় খরচ হয়। তবে এক্ষেত্রে সেই চিন্তা নেই। কারণ, এতে ৪.৪৪ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ৩ ঘন্টা ৪০ মিনিট। এছাড়া এটি ১১ কিলোওয়াট শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন করে। যদি আমরা অন্যান্য কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ১০.৫ ইঞ্চি টিএফটি কন্সোল, যেখানে প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে।

দাম: ২,৪৯,৯৯০ টাকা। তবে আপনি এটি ২৫,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ঋণের মাধ্যমে শোধ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৩ বছরের জন্য মাসিক ৪,৮৪৫ টাকা কিস্তি দিতে হবে।

এক কথায় বলতে গেলে ইলেকট্রিক যানবাহনে দুনিয়ায় এই স্কুটারট ‘গেম-চেঞ্জার’ হিসেবে কাজ করবে। কারণ, এতে যেমন একদিকে আকর্ষণীয় ডিজাইন দেওয়া হয়েছে তেমনই এর পারফরম্যান্স চোখে পড়ার মতোন। সবমিলিয়ে আপনি যদি এই স্কুটারটি কেনেন তাহলে ভীষণই লাভজনক হবে আপনার জন্য।

Related Articles