টেক নিউজনিউজ

Reliance EV battery: ৪৯ হাজার কোটির বাজার দখলের পরিকল্পনা! রিলাইয়েন্স গ্রুপ বাজারে আনছে নতুন পণ্য

মুকেশ আম্বানির নতুন পদক্ষেপ, ইভি ব্যাটারির বাজারে আসবে বিপুল পরিবর্তন

Advertisement
Advertisement

দেশের বৃহত্তম ব্যাবসায়িক সংস্থা হলো রিলাইয়েন্স ইন্ডাস্ট্রি। এই সংস্থা বিশ্বের ১০০টি বড় কোম্পানিগুলির মধ্যে একটি। রিলাইয়েন্স ইন্ডাস্ট্রি প্রতিবার ব্যাবসায়িক পরিধি বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকার। সম্প্রতি মুকেশ আম্বানির এই সংস্থা ব্যাবসায়িক ক্ষেত্রে আরো এক নতুন পদক্ষেপ নিতে চলেছে। জানা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়িগুলির জন্য নতুন পণ্য (Reliance EV battery) নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স গ্রুপ। আসুন এ সম্পকে আরো বিস্তারিত ভাবে জেনে নিন।

নতুন পণ্য আসতে চলেছে

সাম্প্রতি গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হলো ‘ব্যাটারি শো’ ইভেন্ট। এই ইভেন্টে নতুন পণ্য নিয়ে হাজির হলো মুকেশ আম্বানি। ১০ বিলিয়ন ডলারের ক্লিন এনার্জি উদ্যোগের এই পণ্যটি তৈরি করা হয়েছে। এই পণ্যে ব্যাটারি পরিবর্তন এবং নতুন স্টোরেজ প্রযুক্তি (Reliance EV battery) ব্যবহার করা যাবে। বর্তমানে ভারতের বাজরে ইভি ব্যাটারির বাজার ৫.৯ বিলিয়ন মার্নিক ডলার। আগামী ২০২৮ সালের মধ্যে এই বাজার বর্ধিত হয়ে ১০.১৪ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করা হচ্ছে।

কী কাজে লাগবে

রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির প্রদর্শিত নতুন পন্যটি বেশ ইউনিক। এই ব্যাটারি (Reliance EV battery) শুধু মাত্র ইভি নয়, গৃহস্থালি যন্ত্রপাতির জন্য ব্যবহার করা যেতে পারে। বাড়ির ছাদে সোলার প্যানেল থাকলে তাতেও ব্যাটারি চার্জ দেওয়া যাবে। এছাড়া এই ব্যাটারিগুলি রিলাইয়েন্স সোয়াপ স্টেশনে বদল করা যাবে।

কবে আসতে চলেছে

এ প্রসঙ্গে জেনে রাখুন, গত দুই বছরে অর্থাৎ ২০২১ সালে ও ২০২২ সালে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফ্যারাডিয়ন এবং লিথিয়াম ওয়ার্কস এই দুটি ব্যাটারি কোম্পানি কিনে ছিলেন মুকেশ আম্বানি। এখন এই দুই কোম্পানির তত্ত্বাবধানে নতুন পণ্যটি তৈরি করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা এখন উৎপাদনে ব্যস্ত রয়েছেন। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই রিলাইয়েন্স গ্রুপের নতুন পণ্য (Reliance EV battery) গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

Related Articles