টেক নিউজনিউজ

চোখের নিমিষে হবে ফুল চার্জ! বাজার কাঁপাতে লঞ্চ হতে চলেছে Realme GT 5 Pro, রইল বৈশিষ্ট্য

Advertisement
Advertisement

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিনে Realme GT 5-এর উদ্বোধন হয়েছে। মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে মোবাইলটি লঞ্চ হতে চলেছে। বর্তমানে সংস্থা চিনে Realme GT 5 Pro লঞ্চের দিকে মনোনিবেশ করেছে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নতুন মডেলটির একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন সামনে এনেছে।

এই স্মার্টফোনটির OnePlus 12 স্মার্টফোনের সঙ্গে মিল রয়েছে বলেও মনে করা হচ্ছে। আসন্ন নতুন Realme GT 5 Pro মডেলটি একটি কার্ভ OLED প্যানেলের সঙ্গে আসতে চলেছে যা ২কে রেজোল্যুশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। জানা যাচ্ছে, সংস্থা তাদের এই মডেলটি PWM DC ডিমিং দ্বারা সজ্জিত করবে যার ফলে ব্যবহারকারীদের ফ্লিকার এড়াতে সুবিধা হবে।

মনে করা হচ্ছে এই মডেলের ফ্রেমটি মেটালের তৈরি হতে চলেছে। রিপোর্টে বলা হয়েছে, নতুন মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল ১০,০০০ মিমি জুড়ে ভেপার চেম্বার থাকবে যা স্মার্টফোনের দুনিয়ায় একটি নতুন ফিচার্স হিসেবে যোগ হবে। টিপস্টারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, নতুন রিয়েলমি মডেলের ফ্ল্যাগশিপটি একটি বড় ব্যাটারির সঙ্গে প্যাক করা থাকবে।

ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ থাকবে ১০০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এছাড়া ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে বলেও জানিয়েছে টিপস্টার। এছাড়া ডিভাইসটিতে থাকবে IP68 ও ডাস্ট রেসিস্টেন্স যা ডিভাইসটিকে জল ও ধুলোর হাত থেকে রক্ষা করবে।

Related Articles