কলকাতানিউজরাজ্য

৬ জেলাতে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও।

Advertisement
Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জেলাগুলি হল- কালিম্পঙ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহার। মঙ্গলবার পর বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া মৌসম ভবন সূত্রে খবর, কর্ণাটক এবং কেরালার উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার আকাশে রোদের তেজ ভালোই আছে। যদিও সকালের দিকে আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমান বেশি থাকায় আদ্রতাজনিত কারণে অস্বস্তিতে পড়ছে নগরবাসী। মাঝেমধ্যে বৃষ্টি হলেও ফের আবার ভ্যাপসা গরম পড়ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রীই সেলসিয়াসের কাছাকছি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গতকাল কলকাতায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।

Related Articles