১২GB র্যামের সঙ্গে ২০০MP ক্যামেরা, আজই লঞ্চ হতে চলেছে দুর্দান্ত Honor 90 5G স্মার্টফোন

মোবাইলের বাজারে নিজেদের সেরা প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে প্রায় সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাই। আর এবার সেখান থেকে বাদ গেলোনা Honor. Honor অর্থাৎ জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড আরো একবার ভারতে স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে চলেছে। Realme India CEO হিসাবে কাজ করার পর Madhav sheth জানিয়েছিলেন তিনি অনার কোম্পানির হয়ে কাজ শুরু করছেন আর তারপর থেকেই ভারতীয় টেক জগত কোম্পানির এই নতুন ফোনের জন্য অপেক্ষা করছিল।
আর সম্প্রতি Honor Tech এর তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হচ্ছে Honor 90 5G. অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস ৭.১ এর সঙ্গে আসা এই ফোনে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে কোয়েলকাম স্ন্যাপড্রাগন ৭Gen 1 চিপসেট।
ক্যামেরার প্রসঙ্গে বললে এই ফোনে দেওয়া হয়েছে ২০০ এমপি প্রাইমারি ক্যামেরা, ১২ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স, 2mp ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এই ফোনের চীনে লঞ্চ করা মডেলটিতে ১.৫k resolution সহ ৬.৭ ইঞ্চি কার্ভড Amoled display রয়েছে।
আর পাওয়ার ব্যাকআপের জন্যই ফোনে দেওয়া থাকবে ৫০০০mAh battery ৬৬ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য ফোনটি ভারতে এইচটেক ব্র্যান্ডের অধীনে সেল করা হবে। ১৪ সেপ্টেম্বর দুপুর ১২.৩০-এ এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ শপিং সাইট amazon এই লঞ্চিং লাইভ দেখা যাবে।