Advertisements

রয়্যাল এনফিল্ডের গল্প শেষ! চোখ ধাঁধানো লুকসে হাজির হল Jawa ব্ল্যাক মিরর বাইক, দাম কত?

Advertisements

সম্প্রতি JawaYezdi মোটরসাইকেল তাদের সংস্থায় একটি নতুন কালার ভ্যারিয়েন্টের বাইক লঞ্চ করেছে আর সেটি হল 42 Bobber। এটিকে আরেক নাম হল ব্ল্যাক মিরর। এই বাইকের এক্স শোরুম মূল্য ২.২৫ লক্ষ টাকা। বর্তমানে যে রঙগুলি উপলব্ধ রয়েছে তূর তুলনায় ১০,০০০ থেকে ১২,০০০ টাকা বেশি দাম নতুন কালার ভ্যারিয়েন্টের।

42 Bobber-এর নতুন কালার ভ্যারিয়েন্টটি যে নিসন্দেহে আকর্ষণীয় তাতে কোনো সন্দেহ নেই। এতে রয়েছে চকচকে ক্রোম-ফিনিশড ফুয়েল ট্যাঙ্ক ও স্পোক হুইলের উপস্থিতি যার ফলে গাড়ির লুক আরও আকর্ষণীয় দেখায়। ডায়মন্ড-কাট অ্যালয় হুইলগুলি বাইকে ফ্যাক্টরি-কাস্টম ডিজাইন দেয় তাই নয় বরং টিউবলেস টায়ারের সুবিধা করে দেয়। বাইকে।রয়েছে ভিজ্যুয়াল ট্রিটমেন্ট এবং ইঞ্জিনের অভ্যন্তরীণ পরিবর্তন।

নতুন বাইকে ৩৩ মিমি থেকে ৩৮ মিমি পর্যন্ত থ্রোটল বডির আকার দেওয়া হয়েছে এবং আরপিএম ১,৫০০ থেকে ১,৩০০-তে আনা হয়েছে। বাইকে রয়েছে ৩৩৪ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন যা ২৯ বিএইচপি পাওয়ার ও ৩২.৭ এনএম টর্ক উৎপন্ন করে। পাশাপাশি রয়েছে ৬ স্পীড গিয়ারবক্স।

এছাড়া রয়েছে স্লিপার ক্লাচ, আরামদায়ক বসার সিট, চার্জিং পয়েন্ট, ডিজিটাল কনসোল ও এলইডি লাইটিং। বর্তমানে গাড়িটি তিনটি রঙে উপলব্ধ রয়েছে আর তা হল Mystic Copper, Moonstone White এবং Jasper Red। গাড়িগুলির এক্স শোরুম মূল্য ২.১২ লক্ষ টাকা ২.১৫ লক্ষ টাকা।

Related Articles