নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুরে মা আগমেশ্বরী মাতার পূজোর কাজ চলছে জোরকদমে, অন্যদিকে মানা হচ্ছে করোনা স্বাস্থ্যবিধিও

একদিকে যেমন প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, অন্যদিকে স্বাস্থ্যবিধির নানান ব্যবস্থাপনায় ব্যস্ত সদস্যরা।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:– নদীয়ার শান্তিপুরের বহু পুরনো শ্রী শ্রী ঈশ্বরী দক্ষিণাকালী মাতা আগমেশ্বরী রাজ্যব্যাপী সমাদৃত। এবছর করোনা আবহে ভক্তবৃন্দদের ভিড় এড়ানোর জন্য পূজা পরিষদের পক্ষ থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়েছে বিভিন্নরকম সতর্কীকরণ ‌।

তবে ভক্তবৃন্দদের ভাবাবেগ কোনরকমভাবে ক্ষুন্ন না হওয়ার জন্য সংবাদমাধ্যম, কেবল নেটওয়ার্ক, এবং এলসিডি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা রেখেছেন তারা। একদিকে যেমন প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, অন্যদিকে স্বাস্থ্যবিধির নানান ব্যবস্থাপনায় ব্যস্ত সদস্যরা।

মা এর বিভিন্ন অলংকার , মুণ্ডমালা, হাতের মুণ্ড, খর্গ, কানের দুপাশে বিশেষ ঐতিহ্যমন্ডিত ধাতব পুতুল রং এবং পালিশ এর কাজ চলছে জোরকদমে। কাঁসারিপাড়ার কাশীনাথ কংস বণিক বংশ পরম্পরায় এ কাজে যুক্ত আছেন। শুধু মাতা আগমেশ্বরী নয়, শান্তিপুরের বিভিন্ন কালী পুজোর ধাতব উপকরণ পালিশ এবং রং করার জন্য এই কদিন সময় থাকেনা নাওয়া-খাওয়ার। যেহেতু জাগ্রত কালি ঠাকুর সম্পর্কিত কাজ তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বেশকিছু আচার আচরণ মেনে তবেই সম্পন্ন করতে হয় এই কাজ।

Related Articles