whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

Honda CB750F: দুর্দান্ত ফিচার্স যুক্ত Honda CB750F-এর গল্প চমকে দেবে আপনাকে

আমরা এর আগে কাস্টম মোটরসাইকেল প্রজেক্টের স্টল হওয়ার নানা গল্প শুনেছি। তবে Honda CB750F ক্যাফে রেসারের (Honda CB750F) গল্প একটু অন্য রকম। এই বাইকের মালিক হলেন স্ট্যান চেন। যিনি Honda…

Published By: Editorial Desk | Updated:
Advertisements

আমরা এর আগে কাস্টম মোটরসাইকেল প্রজেক্টের স্টল হওয়ার নানা গল্প শুনেছি। তবে Honda CB750F ক্যাফে রেসারের (Honda CB750F) গল্প একটু অন্য রকম। এই বাইকের মালিক হলেন স্ট্যান চেন। যিনি Honda CB750F-এর কাজ শুরু করার আগে ৮ বছর অপেক্ষারত ছিল। এমনকি তার এই কাজে পুলিশকেও জড়িত করতে হয়ে ছিল। পুরো গল্পটা শুনলে আপনি চমকে যাবেন।

আপনার জন্য নির্বাচিত

স্ট্যান Honda CB750F-এ মডিফিকেশন করার জন্য তাঁর এক বন্ধুর ওয়ার্কশপে নিয়ে যান। প্রথম এক বছরে বাইকটির (Honda CB750F) কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে এক বছর পর থেকে স্ট্যানের বন্ধু তাঁর ফোন ধরা বন্ধ করে দেয়। এর ছয় বছর পর স্ট্যান পুলিশের দারস্ত হয়। পুলিশের সূত্র ধরে বন্ধু কাছ থেকে স্ট্যান এই বাইকের পার্টস ফিরে পায়।

এরপর স্ট্যান বাইকটি (Honda CB750F) নিয়ে দুই বছর কী করবে ধরে ভাবতে থাকে। তারপর তাঁর সাক্ষাৎ হয় OG মটো শো-এ ক্রেগ মারলেউ এ সাথে পরিচয় হয়। এই শো অনুষ্ঠিত হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। স্ট্যান বাইকটি ক্রেগ মারলেউ এর সংস্থার হাতে সপে দেন। এরপর ক্রেগ মারলেউ এর সংস্থা অতি-আধুনিক ফিচার্স সহ Honda CB750F তৈরি করে।

কী কী রয়েছে Honda CB750F ক্যাফে রেসার মোটর বাইকে (Honda CB750F)? বাইকটি দুর্দান্ত লুকের সঙ্গে আপগ্রেড করা হয়েছে। গাড়িতে 836 cc বিগ-বোর কিট দেওয়া হয়েছে। এতে রয়েছে K&N ফিল্টার। সামনের দিকে রয়েছে বেরিঞ্জার ডিস্ক ব্রেক এবং পিছনের দিকে রয়েছে ইয়ামাহা চাকার ড্রাম ব্রেক। দেওয়া হয়েছে ভিনটেজ ইয়ামাহা অ্যালয় হুইল। সামনের কাঁটাগুলিকে নামিয়ে কগনিটো মোটো ইয়কের সেটে পুনরায় ফিট করা হয়েছে৷ টেইল বাম্পের নীচে তেল সংরক্ষণের জন্য স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া
PIAA হেডলাইট, মোটোগ্যাজেট স্পিডো, কাস্টম ক্লিপ-অন, পোশ জাপান গ্রিপস, বেরিঞ্জার ক্লাচ এবং ব্রেক কন্ট্রোল সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে।