Advertisements

কালো মেঘে ঢাকবে আকাশ, বইবে কালবৈশাখী ঝড়, তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

Advertisements

রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস। গরমের অস্বস্তি কাটাতে আজ উত্তর ও দক্ষিণ বঙ্গে দমকা হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ বঙ্গে হতে পারে কালৈশাখী। দক্ষিণবঙ্গের ২-১টি জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবার জেলায় জেলায় ঝড়বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার আকাশের সারাদিনই থাকবে মুখভার। দুপুর বা দুপুরের পর শুরু হতে পারে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর প্রদেশ ও বিহারের উপরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের ওপর দিয়ে হয়ে বিদর্ভ পর্যন্ত চলে গেছে। এই অক্ষরেখা আগামী দু-তিন দিনে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প একত্রিত হয়ে মেঘলা আকাশ তৈরি করবে। আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এর বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হতে পারে ঝড় বৃষ্টি।

দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদীয়া, হাওড়া, হুগলি এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাথে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Related Articles