টেক নিউজনিউজ

এবার ১৪টি চোখ ধাঁধানো কালার অপশন নিয়ে হাজির Yamaha Fascino 125, দাম আপনার বাজেটের মধ্যেই

Advertisement
Advertisement

বর্তমান সময়ে বাজারে একাধিক অটোমোবাইল সংস্থা রয়েছে, যারা দুর্দান্ত স্কুটার/বাইক নিয়ে আসে গ্রাহকদের জন্য। কে কত ভালো প্রযুক্তি-সহ স্কুটার বা বাইক আনতে পারে সেই নিয়ে যেন প্রতিযোগিতা লেগেই রয়েছে। এই দিক দিয়ে দেখতে খেলে ‘Yamaha’ সাধারণত নতুন প্রজন্মের প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য জনপ্রিয়।

আর এই বিষয়গুলির যথাযথ উদাহরণ হলো ‘Fascino 125 Fi Hybrid’ স্কুটার। যেটি পেট্রোলের পাশাপাশি ব্যাটারীতেও চালিত হয়। এই স্কুটারে মাইলেজ পাওয়া যায় ৬৮.৭৫ কিলোমিটার প্রতি লিটার। সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। এটি মূলত একটি পেট্রোল স্কুটার যেটি হাইব্রীড প্রযুক্তির সাথে এসেছে। যার এসএমজি মোটর স্কুটারে দুর্দান্ত শক্তি উৎপন্ন করে।

ফলে সেখানে উচ্চমানের পারফরম্যান্স পাওয়া যায়। যদি আমরা ইঞ্জিন দেখি তাহলে এতে পাবেন ১২৫ সিসির ইঞ্জিন। যা ৮.২ পিএস শক্তি এবং ১০.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৭৯,৬০০ টাকা থেকে।(এক্স- শোরুম।) এছাড়া এই স্কুটারের টপ ভ্যরিয়েন্ট মডেলের দাম পড়বে ৯২,৫৩০ টাকা।

স্কুটারটি মূলত ৫ টি ভ্যারিয়েন্ট এবং ১৪ টি রংয়ের অপশনে উপলব্ধ রয়েছে। আমরা যদি অন্যান্য ফিচার দেখি তাহলে এতে রয়েছে এলইডি হেড লাইট, ‘V’ প্যাটার্ন টেইল লাইট, ইউএসবি চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লু-টুথ কানেকশন ইত্যাদি। এসব অত্যাধুনিক ফিচার্স স্কুটারটিকে ভীষণই আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকমহলে। তাইতো এর চাহিদাও ক্রমাগত বেড়ে চলেছে।

Related Articles