টেক নিউজনিউজ

New Bullet 350: পুজোর আগে বিক্রি কমলো রয়্যাল এনফিল্ডের! মন জয় করতে ব্যর্থ Bullet 350

চলতি বছরে রয়্যাল এনফিল্ড বিক্রির ক্ষেত্রে ৪৯ শতাংশ পতন ঘটেছে

Advertisement
Advertisement

কম বেশি সকলের জানা দেশের রেট্রোটোর সাইকেলের নির্মাতা হলো রয়্যাল এনফিল্ড (New Bullet 350)। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জনপ্রিয় এবং পরিচিত রেট্রোটোর সাইকেল। এটাও হয়ত জানান, প্রতি মাসে তারা বিক্রির পরিসংখ্যান নিয়ে হাজির হয়ে থেকে। এই মাসও তার ব্যতিক্রম নয়। তবে এই ফলাফল মোটেও সুখকর খবর নয় কোম্পানির জন্য। আসুন বিস্তারিত জেনে নিন।

রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছে ৭৮৫৮০ টি মোটর সাইকেল। যেটি আগের বছরের তুলনায় বেশ কম। আগের বছর এই মাসেই বিক্রির হার ছিল ৮২,০৯৭ ইউনিট। তাহলে আগের বছরের তুলনায় ৪৯ শতাংশের কাছাকাছি পতন ঘটেছে বিক্রির ক্ষেত্রে। অথচ কোম্পানি (New Bullet 350) একের পর এক নতুন বাইকের মডেল নিয়ে আসছে বাজারে। তবুও কোনরকম সুরাহা মিলছে না এক্ষেত্রে।

কোম্পানি এই মুহূর্তে দেশেই বিক্রি করতে হিমশিম খাচ্ছে। আগের মাসে বিক্রি করেছে ৭৪ হাজার ২৬১ ইউনিট। এপ্রিল মাস থেকে গতমাস অব্দি ক্রমশ কমে যাচ্ছে বিক্রির পরিমাণ। আগস্ট মাস অব্দি কমেছে ৩ হাজার ৩২২ ইউনিট। তাহলে আপনারা বুঝতেই পারছেন , কোম্পানির বিক্রির পরিসংখ্যানটা দিনকে দিন কিভাবে কমছে। তবে সাম্প্রতিককালে নতুন এক উদ্যোগ নিয়েছে কোম্পানি (New Bullet 350)। আসুন এই বিষয়ে যারা এখনো অবগত তারা জেনে নিন।

কোম্পানির (New Bullet 350) তরফ থেকে নতুন পরিষেবা চালু করা হয়েছে। তারা নতুন ৪০ টি অপারেটরের সাথে কাজ করতে চলেছে। এই ৪০ টি অপারেটরের সাথে কোম্পানির চুক্তিবদ্ধ হয়েছে। এই পরিষেবাটি দেশের মুম্বাই থেকে আমেদাবাদ, চণ্ডীগড় সহ আরো ২৬ টি শহরে মোটর সাইকেল ভাড়া দেবে কোম্পানি। এই ক্ষেত্রে মডেল থাকবে ২৫০ থেকে ৩০০ টি। যারা আর্থিক কারণে বাইক কিনতে পারছেন না, তাদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে। এই পরিষেবার নাম কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে রয়্যাল এনফিল্ড রেন্টাল।

Related Articles