পুজোয় ঘুরতে যাওয়ার সেরা ই-স্কুটার, মাত্র ৬,১৯৭ টাকায় বাড়ি নিয়ে আসুন C12i EX, রেঞ্জ দেবে ৮৫ কিমি

সময় যত বাড়ছে ততই ইলেকট্রিক যানবাহনের দুনিয়ায় প্রতিযোগিতা বেড়ে চলেছে। কোন সংস্থা ভালো ইলেকট্রিক যানবাহন উপহার দিতে পারে গ্রাহকদের সে নিয়ে যেন প্রতিদ্বন্দ্বিতা লেগেই রয়েছে। তাইতো একের পর এক স্কুটার লঞ্চ হচ্ছে ভারতীয় বাজারে। এই যেমন সম্প্রতি ‘BGauss’ নামক সংস্থা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছে, যেই স্কুটারটির নাম ‘C12i EX’।
১৯শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুটারটি ৯৯,৯৯৯ টাকায় পাবেন। তবে পরবর্তী সময়ে এটির দাম বাড়ানো হবে। তাই আপনি যদি স্কুটারটি কিনতে চান তাহলে আগে থেকেই বুকিং করতে হবে। আরো একটি বিষয় হলো আপনি চাইলে ফাইন্যান্সেও কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ৬,১৯৭ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ২,৪৩৭ টাকার মাসিক কিস্তিতে শোধ করতে হবে। যার ফলে মধ্যবিত্তদের জন্য এটি কেনা অনেকটাই সহজ হবে।
ফিচার- এতে রয়েছে ৩ কিলোওয়াট অপসারণযোগ্য ব্যাটারী। যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ ঘন্টা আর সম্পূর্ণ চার্জ হয়ে গেলে সেটি রেঞ্জ দেবে ৮৫ কিলোমিটার। সাথে রয়েছে ২৫০০ ওয়াট ইলেকট্রিক মোটর। এটি যেহেতু IP-67 রেটিংপ্রাপ্ত তাই সেটি জল, ধুলোবালি ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম। অন্যান্য ফিচার দেখতে গেলে এতে রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট, ব্যাটারী সেভিং মোড, সেফটি স্টার্ট সুইচ ইত্যাদি।
রং- এই স্কুটারটি মূলত সাতটি রংয়ের বিকল্পে উপলব্ধ রয়েছে। যার মধ্যে রয়েছে নীল-কালো, হলুদ-কালো, সবুজ, নীল, সাদা ইত্যাদি।