টেক নিউজ

ফটো উঠবে DSLR-এর মতো! এই ৫টি মোবাইলের ফিচার আপনাকে অবাক করবে

Advertisement
Advertisement

Best Smartphones Under 25000: উৎসবের মরসুম আসতেই অ্যামাজন ছাড়ের বৃষ্টি! এই ওয়েবসাইটে আকর্ষনীয় ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরা, প্রসেসর ও ডিসপ্লের স্মার্টফোন। আজকের প্রতিবেদনে ২৫০০০ টাকা রেঞ্জের কিছু দুর্দান্ত ক্যামেরা সেটআপযুক্ত স্মার্টফোনের তালিকা দেওয়া হল (Camera Smartphone List under 25000)।

২৫০০০ টাকার মধ্যে স্মার্টফোনের তালিকা (List of Best Smartphones Under 25000)

Best Smartphones Under 25000

● স্যামসং গ্যালাক্সি এম৩৪ ৫জি (৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম) Samsung Galaxy M34 5G (8GB RAM, 128 GB ROM)

১. স্মার্টফোনটির দাম ২১, ৯৯৯ টাকা।
২. এই ফোনে ফুল এইচডি রেজোলিউশন বিশিষ্ট (FHD+ resolution) ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে (Super AMOLED display) আছে, যা কর্নিং গোরিলা গ্লাস ৫ (Corning Gorilla Glass 5) দ্বারা সুরক্ষিত।
৩. ক্যামেরা হিসাবে এতে আছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা।
৪. এই ফোনের ব্যাটারির ক্ষমতা ৬০০০ mAh।
৫. এই ফোনে আছে Samsung’s Exynos-এর ১২৮০ অক্টা কোর চিপসেট।

Best Smartphones Under 25000

● আইকিউওও জেড৭ ৫জি (৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম) iQOO Z7 Pro 5G (8GB RAM, 128 GB ROM)

১. স্মার্টফোনের দাম ২৩, ৯৯৯ টাকা।
২. এই ফোনে আছে ৭২০০ ৫জি প্রসেসরযুক্ত ও ১২০Hz-এর অ্যামোলেড বিশিষ্ট স্লিম ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে।
৩. এতে আছে শক্তিশালী ও উজ্জ্বল ৬৪ এমপি-এর AURA লাইট OIS ক্যামেরা।
৪. এক ফোনে ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ ক্ষমতা সম্পন্ন ৪৬০০ mAh ক্ষমতার ব্যাটারি আছে।
৫. ৭.৩৬mm বেধ বিশিষ্ট এই ফোনে AG ম্যাট গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে।

Best Smartphones Under 25000

● রিয়ালমি নার্জো ৬০ প্রো (৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম) Realme narzo 60 Pro (8GB RAM, 128 GB ROM)

১. এই ফোনের দাম ২৩, ৯৯৯ টাকা।
২. এতে আছে ১২০ ডিগ্রি বক্ররেখাযুক্ত ডিসপ্লে।
৩. ক্যামেরা হিসাবে OIS প্রযুক্তিযুক্ত ১০০ mp-এর ক্যামেরা আছে।
৪. ১২ জিবি + ১২ জিবি র‍্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের কারণে ব্যবহারকারীরা মাল্টিটাস্কিং উপভোগ করার সুযোগ পাবেন।
৫. আকর্ষনীয় ব্যাক ডিজাইন মুগ্ধ করতে বাধ্য।
৬. অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর বিশিষ্ট এই ফোনে আছে ৫০০০ mAh ক্ষমতার ব্যাটারি।

Best Smartphones Under 25000

Web Series
প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

 

● ইনফিনিক্স জিরো ৩০ ৫জি (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম) Infinix Zero 30 5G (8GB RAM, 256GB ROM)

১. দাম ২৩, ৯৯৯ টাকা।
২. এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।
৩. এতে আছে শক্তিশালী ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর ও ৫০০০ mAh ক্ষমতার ব্যাটারি.
৪. ক্যামেরা হিসাবে এতে আছে ১০৮ এমপি (OIS) + ১৩ এমপি + ২ এমপি রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও সামনে ৫০ এমপি-র ফ্রন্ট ক্যামেরাও আছে।

Best Smartphones Under 25000

● ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি (৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম) OnePlus Nord CE 2 5G (8GB RAM, 128GB ROM)

১. এটি ২৪, ৯৯৯ টাকায় উপলব্ধ রয়েছে।
২. এই ফোন ৬৫ ওয়াটের SUPERVOOC-এর র‍্যাপিড চার্জিং সাপোর্ট করে।
৩. এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট।
৪. ৯০ Hz বিশিষ্ট ফুল এইচডিযুক্ত ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে।
৫. ক্যামেরা হিসাবে এতে আছে AI-এর সুবিধাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ।
৬. এছাড়াও এতে আছে ট্রিপল কার্ড শ্লট। যার ফলে দুটো সিম ও একটি মাইক্রো এসডি কার্ড সহজেই রাখা যাবে।
৭. Android 11 বিশিষ্ট এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে আছে OxygenOS 11।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles