Advertisements

১ কিমি যেতে খরচ মাত্র ০.২৫ পয়সা, বাজার কাঁপাতে দুরন্ত রেঞ্জের ইলেকট্রিক বাইক আনল এই কোম্পানি

Advertisements

বিগত এক বছরে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির পাশাপাশি ইলেকট্রিক স্কুটারের চাহিদাও কয়েক গুনে বেড়েছে। আর প্রতিনিয়ত বেড়ে চলা এই চাহিদার কথা মাথায় রেখে একের পর এক গাড়ি প্রস্তুত সংস্থাগুলি ইলেকট্রিক স্কুটার বাইক লঞ্চ করে চলেছে। এবার গুজরাটের এক নতুন সংস্থা ABZO Motors ভারতে লঞ্চ করলো তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। যাতে রয়েছে দুর্দান্ত রেঞ্জ ও ফিচার্স।

এই ইলেকট্রিক মোটরসাইকেলের নাম দেওয়া হয়েছে VSO1. সংস্কার দাবি রেট্রো থিমের এই ক্রুজার বাইকটি চার্জে ১৮০ কিলোমিটার চলতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক এর বৈশিষ্ট্য গুলি-

Color options- মোট চারটি রঙে উপলব্ধ এটি- ইম্পেরিয়াল রেড, মাউন্টেন হোয়াইট, জর্জিয়ান বে, ব্ল্যাক। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এর সামনের দিকে রয়েছে এলইডি হেডলাইট এবং পিছনে এলইডি টেল ল্যান্ড। সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ এসেছে বাইকটি।

battery, range, charging- ABZO VSO1 তে ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট ৭০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি ফুল চার্জে এটি 180 কিমি পথ পাড়ি দিতে সক্ষম হবে। চার্জিং এর কথা বললে এটি সাধারণ চার্জারের চার্জ হতে সময় নেবে 6 ঘন্টা 35 মিনিট। তবে ফার্স্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ব্যাটারি পুরোপুরি চার্জ হবে তিন ঘন্টা কুড়ি মিনিটেই।

Motor- এতে দেওয়া বৈদ্যুতিক মোটর থেকে সর্বোচ্চ ৮.৪৪ বিএইচপি শক্তি এবং ১৯০ এনএম টর্ক জেনারেট হয়‌। উল্লেখ্য এতে তিনটি আলাদা রাই্ডিং মোড পাওয়া যাবে ইকো, নরমাল এবং স্পোর্টস। ইকো মোডে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৫ কিমি। স্পোর্টস মোডে গতিবেগ ঘন্টায় ৮৫ কিমি আর নরমাল মোডে গতিবেগ ৬৫কিমি/ঘন্টা।

ফিচার্সের কথা বললে এতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল শক অ্যাবসার্ভার‌‌, ডিস্ক ব্রেক ইত্যাদি।

Related Articles