নিউজবাজারদর

মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, বিশাল টাকা কমলো সোনার দাম

Advertisement
Advertisement

সোনার দাম একলাফে কমলো অনেকটাই। সোনার দামের এই পতনে খুশি মধ্যবিত্তরাও। সোনা কেনা এখন অনেকটাই সাধ্যের মধ্যেই। সামনে আসতে চলেছে ভরা বিয়ের মরশুম। তার আগেই সোনার মূল্যের গ্রাফ নামায় খুশি সকলেই। মাঝে একবার দামের উর্ধ্বসীমা ছুঁয়েছিলো ৫০ হাজারের গন্ডি। তবে আবারও তা নেমেছে অনেকটাই।

সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সোনার দামের এই পতন দেখে দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। জেনে নেওয়া যাক কোথায় কতোটা নামলো গ্রাফ। কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম নেমে গ্রামপ্রতি আসলো ৪৮৮০ টাকা, ১০ গ্রাম সোনার দাম দাঁড়ালো ৪৮,৮০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি পড়ছে আজ অবধি ৫১৫০ টাকা এবং ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১,৫০০ টাকা।

দিল্লীতে সোনার দাম কলকাতার তুলনায় বরাবরই কম থাকে একটু। ২২ ক্যারেট সোনার দাম দিল্লীতে গ্রাম প্রতি পড়ছে ৪৮০৫ টাকা, ১০ গ্রামের দাম পড়লো ৪৮০৫০ টাকা। সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু প্রভৃতি স্থানে। সেখানে গ্রাম প্রতি সোনার দাম পড়ছে ৪৫৯০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৫৯০০টাকা।

তবে রুপোর দাম যদিও বেড়েছে বলে জানা গেলো। সোনার দাম কমায় বেশ খুশি সকলেই। সোনা কেনার ধুম লেগেছে বিয়ের মরশুমের মুখে। তবে এর মধ্যেই বাড়লো রুপোর দাম। রুপোর দাম গ্রাম প্রতি পড়ছে ৬৪.৮০ টাকা এবং দশ গ্রামের দাম পড়ছে ৬৪৮ টাকা।

Related Articles