টেক নিউজনিউজ

লকডাউনে ‘ওয়ার্ক ফ্রম হোম’! এক বছরের নতুন প্ল্যানে মাত করলো জিও

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের জেরে সারাদেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ কে বেছে নিতে হয়েছে work-from-home অপশনটি। কিন্তু এজন্য চাই ভালো ইন্টারনেট কানেকশন ও অনেক ডেটা। এই বিষয়টি মাথায় রেখে Jio নিয়ে এলো ২,৩৯৯ টাকায় একটি নতুন প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ থাকবে প্রতিদিন ২ GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়া ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকার প্ল্যানগুলিতেও অতিরিক্ত ৫০GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। ২,৩৯৯ টাকার ওই প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা ছাড়াও আরো থাকবে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস এর সুবিধা।

এর আগে ফেব্রুয়ারিতে ২,১২১ টাকা প্ল্যান নিয়ে এসেছিল Jio। সেই প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেটার সঙ্গে ছিলো ৩৬৫ দিনের বৈধতা। ২,৩৯৯ এর পাশাপাশি আরও নতুন কয়েকটি প্ল্যান অন্তর্ভুক্ত হয়েছে। ২,৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গেই ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫২ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। ১৫১ টাকা প্ল্যানে থাকবে ৩০GB অতিরিক্ত ডেটা, ২০১ টাকা প্ল্যানে থাকবে ৪০GB অতিরিক্ত ডেটা ও ২৫১ টাকা প্ল্যানে ৫০GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।

প্রতিদিনের ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারে এই প্ল্যানগুলি কাজে লাগবে। এছাড়া অ্যাড-অন প্যাকের আলাদা ভ্যালিডিটি পাওয়া যাবে। সেক্ষেত্রে ১১ টাকা, ২১ টাকা, ৩১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকা অ্যাড-অন প্যাক আগের মতোই সুবিধা দেবে। গ্রাহকের চলতি প্লেনের বৈধতা যতদিন থাকবে সেই সময়ের মধ্যেই অ্যাড-অন প্যাক এর অতিরিক্ত ব্যবহার করা যাবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles