নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Optical Illusion Brain Challenge: নীচের ছবিটি দেখুন, ছবি থেকে 5742 সংখ্যাটি খুঁজে বের করতে পারলে আপনি বুদ্ধিমান

আপনার দৃষ্টি শক্তি কেমন? তা পরীক্ষা ককরার একটি মজার খেলা হলো অপটিক্যাল ইলিউসনের মধ্যে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এমন নানা ধরণের অপটিক্যাল ইলিউশনের ছবি প্রকাশ পায়। অনেকেই এই ধরনের ইলিউসন থেকে আসল জিনিস বের করে আনেন। এর জন্য প্রয়োজন

Published By: Web Desk | Updated:

আপনার দৃষ্টি শক্তি কেমন? তা পরীক্ষা ককরার একটি মজার খেলা হলো অপটিক্যাল ইলিউসনের মধ্যে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এমন নানা ধরণের অপটিক্যাল ইলিউশনের ছবি প্রকাশ পায়। অনেকেই এই ধরনের ইলিউসন থেকে আসল জিনিস বের করে আনেন। এর জন্য প্রয়োজন গভীর মনোযোগ ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি। আজ এমনই একটি অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ (Optical Illusion Brain Challenge) নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।

আপনার জন্য নির্বাচিত

নিম্নে একটি ছবি দেখতে পাচ্ছেন, যা এক ধরনের অপটিক্যাল ইলিউসন (Optical Illusion Brain Challenge)। যেখানে অনেকগুলো লেখা রয়েছে। ছবিটি ভালো ভাবে দেখলে বুঝবেন এখানে উল্টো ভাবে 5742 লেখা রয়েছে। যেটা খুব সহজেই চোখে পড়ে যাচ্ছে। তবে এই ছবির মধ্যেই লুখিয়ে রয়েছে সোজা ভাবে লেখা 5742 সংখ্যাটি। কোথায় রয়েছে, সেটিই খুঁজে বের করতে হবে। এর জন্য আপনাকে সময় দেওয়া হলো ১০ সেকেন্ড। যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার দৃষ্টি শক্তি তীক্ষ্ণ।

এই ধরণের ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। অনেকেই আছেন যারা এই ধরণের অপটিক্যাল ইলিউসন (Optical Illusion Brain Challenge) খুব সহজেই খুঁজে বের করে ফেলেন। আবার অনেকে হাজার চেষ্টা করেও খুঁজে পায় না। এর মধ্যে দিয়ে খুব সহজে আইকিউ পরীক্ষা করা যায়। প্রতিনিয়ত অপটিক্যাল ইলিউসন খুঁজে বের করার মধ্যে দিয়ে গভীর ভাবে দেখার ক্ষমতা বৃদ্ধি পায়। তাই অনেক বাবা মা তাদের শিশুদের প্রতিনিয়ত অপটিক্যাল ইলিউসন খুঁজে বের করতে দেন।

Optical Illusion Brain Challenge

আপনি কি অপটিক্যাল ইলিউসন (Optical Illusion Brain Challenge) বিশিষ্ট ছবির মধ্যে থেকে 5742 সংখ্যাটি খুঁজে পেলেন? যদি পেয়ে যান তাহলে আপনার দৃষ্টি শক্তি গভীর। কিন্তু যদি না পান, তাহলে কোথায় 5742 সংখ্যা রয়েছে জেনে নিন। এই ছবিটি একটু ভালো ভাবে লক্ষ্য করুন এবং ছবির একেবারে বামদিকে তাকান। ডানদিকের শেষ থেকে দ্বিতীয় কলামের 14 নম্বরে লুকিয়ে রয়েছে 5742 সংখ্যাটি।