খেলানিউজ

Sakib Al Hasan: বিশ্বকাপের মাঝে কেন বাংলাদেশ ফিরলেন অধিনায়ক শাকিব আল হাসান?

বিশ্বকাপ জুড়ে শাকিবের ছন্দপতন! পরের ম্যাচে কী তবে খেলবেন না?

Advertisement
Advertisement

যে কোনো দল কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তা সামাল দেয় অধিনায়ক (Sakib Al Hasan)। এটাই তো হওয়া স্বাভাবিক তাই না। তবে বাংলাদেশের ক্রিকেট দলের ক্ষেত্রে ঘটলো এক অন্য ঘটনা। শাকিব আল হাসানের অধিনায়কত্বে বিশ্বকাপের চারটি ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের অনেক নীচে রয়েছে।

বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অধিনায়ক ভারত ছেড়ে বাংলাদেশ চলে গেলেন। প্রথম থেকেই চেনা ছন্দের বাইরে ছিল শাকিব আল হাসান (Sakib Al Hasan)। বাংলাদেশের অধিনায়ক তথা অলরাউন্ডার একটিও উইকেট নিতে পারেনি। এরপরই তিনি বাংলাদেশ ফিরে যাওয়ার সিন্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে কেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান বাংলাদেশ চলে গেলেন? সেই প্রশ্নের উত্তর জেনে নিন প্রতিবেদন থেকে।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা ছিল বাংলাদেশের। এই খেলায় বাংলাদেশ ১৪৯ রানে হেরে গিয়েছে। এরপরই বাংলাদেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব আল হাসান (Sakib Al Hasan)। গত বুধবার তিনি মুম্বাই থেকে ঢাকা গামী বিমান ধরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার দুপুরে তাঁকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গিয়েছে। তিনি তাঁর ছোট বেলার কোচ নাজমুল আবেদিনের শরণাপন্ন হয়েছেন অনুশীলনের জন্য। নিজের ভুল গুলি শুধরে নিতে এবং নিজেকে আরো ভালো করে প্রস্তুত করে নিতেই বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ ছুটে গেলেন শাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারও অনুশীলন করবেন অধিনায়ক শাকিব (Sakib Al Hasan)। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। এই ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসাবে খেলবে বাংলাদেশ। আগামীকাল অনুশীলন শেষ করেই ভারতে ফিরবেন এই তারকা। আসলে বিশ্বকাপের আগের ম্যাচেগুলিতে খুব একটা ভালো খেলতে পারেননি তিনি। তাই নিজেকে ছন্দে ফেরাতে বাংলাদেশ গিয়েছেন শাকিব আল হাসান।

Related Articles