নিউজলাইফস্টাইল

স্টেট ব্যাংকে চালু অত্যাধুনিক পরিষেবা! উপকৃত হবেন কোটি কোটি মানুষ

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের ফলে চলছে লকডাউন এর মধ্যেইসকলের চেয়ে একধাপ এগিয়ে গেল এসবিআই। এই লক ডাউন এর সময় মানুষ যাতে যতটা সম্ভব বাড়িতে থাকতে পারে তার জন্য একটি পরিকল্পনা গঠন করেছে SBI.এছাড়াও বয়স্ক মানুষ যারা আছেন তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশী,সাধারন সময়েও বয়স্কদের সুবিধার কথায় মাথায় ঘরে পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

স্টেট ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে বয়স্ক গ্রাহকদের কথা মাথায় রেখে ডোরস্টেপ পরিষেবা চালু করল তারা তবে নির্দিষ্ট কিছু শাখাতেই পরিষেবা পাওয়া যাবে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হচ্ছে জেনে নিন কি কি পরিষেবা স্টেট ব্যাঙ্ক দিচ্ছে। ক্যাশ দেওয়া ক্যাশ নেওয়া চেক দেওয়া চেক রিকুইজিশন স্লিপ নেওয়া কেওয়াইসি জন্য এরকম বেশ কিছু সুবিধা পাবেন এসবিআই থেকে। এই সার্ভিসের জন্য আপনাকে প্রথমে টোল ফ্রি নম্বর 1800 111 103 এই নম্বরে সকাল 9 টা থেকে বিকেল চারটের মধ্যে ফোন করতে হবে ।

যে সমস্ত গ্রাহকদের সম্পূর্ণ কেওয়াইসি করা আছে তারা এই সুবিধা নিতে পারবেন এছাড়াও doorstep পরিষেবা নিতে গেলে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে এই সার্ভিস চার্জ ননফিনান্সিয়াল কাজের জন্য 60 টাকা সাথে জিএসটি চার্জ ।এবং ফিনান্সিয়াল কাজের জন্য 100 টাকা সঙ্গে gst চার্জ।

একেবারে হোম ব্রাঞ্চ থেকে এই পরিষেবার জন্য গ্রাহকের নাম নথিভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকের মোবাইল নাম্বার হোম ব্রাঞ্চের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নথিভূক্ত করতে হবে একদিনে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা তোলা অথবা জমা দিতে পারবেন একজন গ্রাহক। যারা নাবালক এবং জয়েন্ট একাউন্ট আছে যাদের তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles