খেলানিউজ

World Cup 2023: বিশ্বকাপের মাঝেই খারাপ খবর পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্ক

মিচেল স্টার্কের স্ত্রী হিলির হাতে অস্ত্রোপচার! কী ঘটেছে জেনে নিন

Advertisement
Advertisement

বিশ্বকাপ (World Cup 2023) খেলার মাঝেই খারাপ খবর পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলাকে লক্ষ্য করে এগোচ্ছে অস্ট্রেলিয়া। এরই মাঝে মিচেল স্টার্কের স্ত্রী তথা অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক ও উইকেটরক্ষক অ্যালিসা হিলিকে কুকুর কামড়ানোর খবর ধেয়ে এসেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে।

গত রবিবার মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলার কথা ছিল অ্যালিসা হিলির (World Cup 2023)। তবে হাতে চোট লাগার কারণে এই খেলা তাঁকে প্রত্যাহার করে নিতে হয়। সিডনি সিক্সার্স একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিত প্রকাশ করে জানিয়েছিল হিলির দুর্ঘটনার কথা। দুর্ঘটনার কারণেই যে লিগ থেকে প্রত্যাহার করেছেন হিলি সেটা মানুষকে জানানো হয়েছে।

তবে এর ঠিক পর অস্ট্রেলিয়া দলে হিলির সতীর্থ ফোয়েবে লিচফিল্ড জানিয়েছেন, “কুকুরের ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি হয়েছিল হিলি। জানি না এটা সবাই জানে কি না। ওর আঙুল অনেকটা কেটে গিয়েছে। তবে এখন ও অনেকটাই ভাল।” খুব গুরুতর চোট নয়, দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই খেলোয়াড়। কুকুরের লড়াই চলছিল এবং তাদের ছাড়াতে গিয়েই বিপদ ঘটে হিলির (World Cup 2023)।

হিলি নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার আঙুলে বেশ মোটা করে একটা ব্যান্ডেজ দেখা যাচ্ছে। আগেই প্রকাশ্যে এসেছিল হিলি বাড়িতে থাকার সময়ই হাতে চোট পেয়েছিলেন (World Cup 2023)। যদিও এ কথা সিডনি সিক্সার্সের অধিনায়ক এলিস পেরিও অজানা ছিল। পেরি জানিয়েছিলেন, “মনে হয় খুব ভয়ানক দুর্ঘটনা। জানতাম না ঠিক কী হয়েছে। হিলিকে বলতে চাই, আমরা ওর পাশে রয়েছি। দ্রুত সেরে উঠুক। কারওর জন্যেই এই পরিস্থিতি ভাল নয়। গত কাল রাতে ওর সঙ্গে কথা হয়েছে। দলের বাকিদেরও বলেছি হিলির সঙ্গে যোগাযোগ করতে।” এই খবর প্রথম প্রকাশ্যে আনে লিচফিল্ড।

Related Articles