নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Pitru paksha 2023: পিতৃপক্ষের সময় প্রতিদিন এই ৬টি কাজ করলে জীবন উন্নতি হবে, কোন ৬টি কাজ জেনে নিন

এ বছর পিতৃপক্ষের (Pitru paksha 2023) সূচনা হয়েছে ২৯ শে সেপ্টেম্বর এবং শেষ হবে ১৪ই অক্টোবর। আর পিতৃপক্ষের সময় প্রতিদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ প্রাপ্তি হবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে। এই জিনিস গুলি মেনে চললে পিতৃ দোষ

Published By: Web Desk | Updated:

এ বছর পিতৃপক্ষের (Pitru paksha 2023) সূচনা হয়েছে ২৯ শে সেপ্টেম্বর এবং শেষ হবে ১৪ই অক্টোবর। আর পিতৃপক্ষের সময় প্রতিদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ প্রাপ্তি হবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে। এই জিনিস গুলি মেনে চললে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যাবার। পিতৃপক্ষের সময় প্রতিদিন এই ৬টি কাজ করলে সুখ-শান্তি লাভ সহ পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে। কোন কাজ করলে জীবন উন্নতি হবে, চলুন জেনে নেওয়া যাক।

আপনার জন্য নির্বাচিত
১) পূর্ব পুরুষদের উদ্দেশ্যে জল দান

এমনিতে পিতৃপক্ষের (Pitru paksha 2023) সূচনা থেকে অবসান পর্যন্ত তর্পণ করা হয়। এক্ষেত্রে দক্ষিণ দিকে মুখ করে জলে দুধ ও তিল মিশিয়ে তর্পণ দিতে হয়। তবে যাদের পিতা মাতা জীবিত তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁরা এই কয়েক দিন পূর্বপুরুষ এবং অধিপতি দেবতাদের প্রার্থনা করে সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন।

২) দক্ষিণমুখী প্রদীপ জ্বালানো

পিতৃপক্ষের (Pitru paksha 2023) কয়েকটি দিন দক্ষিণ দিকে পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালানো খুব ভালো। এ সময় পূর্বপুরুষরা পৃথিবীর দক্ষিণ দিক থেকে তাদের আত্মীয় পরিজনদের কাছে আসে। এই কয়েকদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত।

৩) গরুকে খাওয়ান

শাস্ত্র মতে, পূর্বপুরুষদের সন্তুষ্ট রাখতে পিতৃপক্ষে (Pitru paksha 2023) প্রতিদিন গরুকে খাবার দেওয়া উচিত। এই কয়েকদিন গরুকে ঘাস খাওয়ালে শ্রাদ্ধের পূর্ণ ফল মেলে এবং পূর্বপুরুষরা পরিবারের উপর আশীর্বাদ প্রদান করে।

৪) মূল দরজা পরিষ্কার করা

শাস্ত্র অনুযায়ী, পিতৃপক্ষের সময় প্রতিদিন ঘর পরিষ্কার করা উচিত। বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। এর ফলো ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এতে করে আধ্যাত্মিক শান্তি মেলে।

৫) ময়লা বাসন না রাখা

শাস্ত্র বলছে, পিতৃপক্ষের সময় বাড়িতে কোনো প্রকার ময়লা বাসন থাকা অশুভ। তাই পিতৃপক্ষের কয়েকদিন হেঁসেলে যাতে কোনো প্রকার ময়লা বাসন জমে না থাকে সেদিকে দেখতে হবে। এছাড়া রাতে সমস্ত বাসন ধুয়ে নিতে হবে। নোংরা থাকলে মা লক্ষী ক্ষিপ্ত হবেন। এতে করে পিতৃ দোষ লাগে।

৬) মন্ত্র জপ

পিতৃপক্ষের (Pitru paksha 2023) সময় প্রত্যেকদিন দিনে দুইবার করে “ওম পিত্রিগনয়া বিদমহে জগৎ ধরিণী ধীমহি তন্নো পিত্রো প্রচোদয়াৎ। নমঃ স্বাহায়ায় স্বাধায় নিত্যমেব নমো নমঃ” মন্ত্রটি জপ করবেন। এতে করে পিতৃ দোষ থেকে মুক্তি মেলে।