নদীয়া সংবাদনিউজরাজ্য

সুখবর! এইবছর আখ চাষে লাভের মুখ দেখছেন নদীয়ার শান্তিপুরের কৃষকরা

এবছরে প্রতিটি আখ ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :- গত বছরও নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর বাবলা সহ বেশ কিছু অঞ্চলে কৃষকরা আখের দাম না পাওয়ায় নিজেদের জমিতেই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা উঠে এসেছিল সংবাদমাধ্যমে।

কিন্তু এ বছর স্থানীয়স্তরেই চাহিদা লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা। লক ডাউনে চাষীরা খুব ক্ষতিগ্রস্থ হলেও মুর্শিদাবাদ চিনিকল বা কলকাতার চাহিদাও বেশ খানিকটা। নদিয়া জেলার কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠপাড়ায় বারাসাতের আমডাঙ্গার ব্যবসায়ী মশিয়ার মন্ডল শনিবার জানান, এবছরে প্রতিটি আখ ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় আখের দাম আরও বেশী ।

শহরে এখনও আখের চাহিদা রয়েছে। তবে লক্ষ্মী পুজোর জন্যই দামটা একটু বেশি পেলেন তাঁরা। নদীয়া শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের সাহেবডাঙ্গা গ্রামের আব্বাস শেখ জানান গতবছরের থেকে এখনো পর্যন্ত সঠিক দাম পাচ্ছি আমরা! আশা করি এ বছর লাভের মুখ দেখতে পাবো।

Related Articles