রাজ্য

১৫-র নীচে নামবে পারদ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে পড়বে হাড় কাঁপানো শীত! বড় আপডেট দিল IMD

Advertisement
Advertisement

West Bengal Weather: হঠাৎই আবহাওয়া দপ্তর (Weather department) বৃহস্পতিবার তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরালার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২৫শে নভেম্বরের পর থেকে মহারাষ্ট্র, গুজরাট এবং দক্ষিণ রাজস্থানে আদ্র আবহাওয়ার থাকবে। এদিকে, রবিবারের পর থেকে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আনাদামান সাগরে নিম্নচাপটি ঘনীভূত হতে পারে।

West Bengal Weather

দিল্লীর আবহাওয়া (Delhi’s weather)

বৃহস্পতিবার সকালে অগভীর কুয়াশা সহ দিল্লির আকাশ পরিষ্কারই থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। বুধবার, জাতীয় রাজধানী সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭.৬ এবং ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

কলকাতার আবহাওয়া (Kolkata’s weather)

কলকাতায় (Kolkata) আজ পরিষ্কার আকাশ দেখা যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সিকিম এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

কলকাতায় গতকাল রাতে তাপমাত্রা বেশ অনেকটাই হ্রাস পেয়েছিল। তবে এখনই আসবে না শীত। প্রায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত ঢুকবে বলে অনুমান চরা হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে।

West Bengal Weather

জম্মু ও কাশ্মীর আবহাওয়া (Jammu & Kashmir’s weather)

জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর উপত্যকার সমতল ভূমিতে সকালে বিচ্ছিন্ন কুয়াশা সহ আজ শুষ্ক আবহাওয়া থাকবে। কিছু জায়গায় বিচ্ছিন্ন হালকা বৃষ্টি বা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শ্রীনগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১২ এবং -২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে।

হিমাচল প্রদেশ আবহাওয়া (Himachal Pradesh’s weather)

রাজ্যের রাজধানী সিমলা (Simla) বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ এবং ১১ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। সমতল, মধ্য পাহাড় ও উঁচু পাহাড়ি এলাকায় শুষ্ক আবহাওয়া। গত ২৪ ঘন্টায়, কেলংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে (-)২.৭ ডিগ্রি সেলসিয়াস।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles