রাজ্য

বঙ্গোপসাগরে ফুঁসছে ‘মিগজাউম’! কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? জেনে নিন

Advertisement
Advertisement

Cyclone Michaung Update: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গে! রাত পেরোলেই ডিসেম্বর মাস। কিন্তু শীতের পরশ সেভাবে গায়ে লাগছেনা বলা যায়। তবে, তারই মধ্যে আবার নিম্নচাপের পূর্বাভাস। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন মানুষজন। গত সপ্তাহেই ঘূর্ণিঝড় মিধিলির রোষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজ্য। সামান্য বৃষ্টি হলেও তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে, এবার?

Weather Forecast

আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে। যেটি শনিবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আর এবারের এই ঘূর্ণিঝড়ের নাম মিগজাউম (Cyclone Michaung Update)। তবে, এবারের এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মায়ানমার (Mayanmar)। যার মুখ নাকি থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। তবে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি নাকি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এমনকি গতিপথও নাকি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে? (Cyclone Michaung Update)

আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে আছড়ে পড়বে। তবে, ওড়িশা ও অন্ধবউপকূলের দিকেও ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।

Madhyamik Exam 2024

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain forecast in some districts)

একেবারে সপ্তাহের শেষের দিকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পার্বত্য এলাকা ছাড়া আকাশ যে মেঘমুক্ত থাকবে তা বলাই যায়।

Cyclone Michaung Update

কলকাতার আবহাওয়া (Weather In Kolkata)

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, কলকাতার তাপমাত্রা নাকি ২০ ডিগ্রির উপরে থাকবে। এমনকি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। যারফলে নাকি আগামী কিছুদিনের মধ্যে শীতের আমেজ বাড়বে না। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles