আগামীকাল থেকে আবহাওয়ার বিশাল পরিবর্তন, টানা পাঁচ দিন বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস

শহরে কয়েক ধাপ নামলো উষ্ণতার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, শনিবার সারাদিনই শহরের থাকবে আকাশ মেঘলা। যার ফলে কমবে গরমের দাবদাহ, এবং ২ মে থেকে ৬ মে পর্যন্ত ৫ দিন রাজ্যের বিভিন্ন জেলায় টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল হওয়া ভবন।
গত কয়েক সপ্তাহ ধরে গরমে অতিষ্ট মানুষ, তাপমাত্রার পারদের কাটা ছিলো ৪০ ডিগ্রির কাছাকাছি, তবে এবার মিলবে গরমের দাবদাহ থেকে স্বস্তি। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং সহ একাধিক বিস্তৃর্ণ এলাকায় ভোর ৬ থেকে প্রায় ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে । বঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝড় হওয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগণায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় কালবৈশাখীর সম্ভবনা।
হাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়ার্স। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রী। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৩৬ শতাংশ।
পাশাপাশি শুক্রবার তাপমাত্রা ছিল সর্বাধিক ৩৬.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন ২৭.১ ডিগ্রী। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। শহরে এদিন বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ৩৮ শতাংশ।