ছ’মাসেই বদলে যাবে বাংলা, আসল পরিবর্তনে ‘সোনার বাংলা’ গড়ার ইঙ্গিত মিঠুন চক্রবর্তীর

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী হালেই যোগ দিয়েছেন বিজেপিতে। তবে প্রার্থী হিসাবে নয় বরং প্রচারের মুখ হয়ে থাকবেন। অভিনেতা নিজেই সেই কথা জানিয়েছেন ইতিপূর্বে। আর এবার তিনি দাবি করলেন ছয় মাসের মধ্যেই বিজেপি গড়বে সোনার বাংলা।
অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও অভিনেতা মিঠুন চক্রবর্তীর রাজনীতি জীবন খুব একটা ছোট নয়। এক কালে কাস্তে হাতুড়ির সাথে যোগ ছিল মিঠুনের তারপর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসের, এমনকি রাজ্যসভার প্রার্থী হিসেবেও দল তাকে দাঁড় করিয়েছিল। তবে চিটফান্ড কাণ্ডে মিঠুনের নাম উঠে আসলে রাজনৈতিক ময়দান থেকে সরে দাঁড়ান মিঠুন। কারণ হিসাবে দেখিয়েছিলেন নিজের ভগ্ন শরীর, জানিয়েছিলেন রাজনীতিতে আর থাকতে চান না তিনি। তবে সবাইকে চমকে দিয়ে বিজেপির গত ব্রিগেডের মিছিলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন মহাগুরু।
এই মুহূর্তে বিজেপির অন্যতম প্রচারের মুখ হয়ে দাঁড়িয়েছেন মিঠুন। স্ত্রী যোগিতা বালান এবং ছেলে মিমোর সাথে কিছু সমস্যার কারনে পাকাপাকি কলকাতাতেই ঘাঁটি গেড়েছেন মিঠুন। বোনের ঠিকানায় তৈরি করে নিয়েছেন ভোটার আইডি কার্ড। আর গত 25 তারিখ থেকে বেরিয়ে পড়েছেন পার্টির প্রচারে। গ্রাম বাংলার মানুষের কাছে মিঠুনের জনপ্রিয়তাকে ভালোমতন কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।
এদিন ইন্দাস, চন্দ্রকোনা, কেশপুর থেকে ডেবরায় রোড শো করেন মিঠুন। আর সেই রোড শো এর মাঝেই মিঠুন বলেন, এতদিন কোনো পরিবর্তন হয়নি তবে ছয় মাসের মধ্যেই পরিবর্তন আসতে চলেছে বাংলায়। সোনার বাংলা হবে।
মিঠুনকে দেখতে এদিন রোড শোতে হয়েছিল অসম্ভব ভিড়, মিঠুন সকল মানুষের উদ্দেশ্যে বলেন বাংলার মানুষের সাথে আমার শুধু মাত্র হিরো ভক্তের সম্পর্ক নয় আমাদের সম্পর্কটা আত্মার। বাংলার গরীব মানুষদের জন্য লড়াই করতে এসেছে। তাদেরকে প্রাপ্য দিয়েই যাব এই কথা দিচ্ছি। সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। তবে মিঠুন প্রার্থী হিসাবে কেন দাঁড়াচ্ছেন না সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রার্থী হয়ে দাঁড়ালে স্বার্থপর হয়ে যাব।