দেশনিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা, ঘোষণা ভারতীয় রেলের

মঙ্গলবার অনির্দিষ্ট কালের জন্য সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করল রেল।

Advertisement
Advertisement

মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কয়েকদিন আগেই ভারতীয় রেলের পক্ষ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সমস্ত লোকাল, দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে মঙ্গলবার অনির্দিষ্ট কালের জন্য সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করল রেল।

ভারতীয় রেলের পক্ষ থেকে মঙ্গলবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দেশজুড়ে স্পেশাল ট্রেন এবং মালগাড়ি ছাড়া সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন পরবর্তী নোটিশ পর্যন্ত বাতিল থাকবে। বর্তমানে দেশজুড়ে ২৩০ টি স্পেশাল ট্রেন, মালগাড়ি চলবে। এমনকি বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও। মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বাইয়ে যেসমস্ত লোকাল ট্রেন চলাচল করছে, সেগুলি চালু থাকবে।

মালগাড়ি চালু রয়েছে, সেই মালগাড়ি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। রাজধানী রুটে আনলক-১ পর্যায় থেকে ১০০ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এছাড়া মুম্বাইয়ের শহরতলিতে জরুরি ভিত্তিতে কয়েকটি লোকাল ট্রেন চালাচ্ছিল রেল। মঙ্গলবারে রেলের সিদ্ধান্তের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে রেল পরিষেবা।

Related Articles