দেশনিউজ

LPG-তে চালু হচ্ছে তৎকাল পরিষেবা, যে সুবিধা পাবেন কোটি কোটি গ্রাহকরা

Advertisement
Advertisement

এবার থেকে গ্যাস সিলিন্ডারের জন্য আর ২-৩ দিন অপেক্ষা করতে হবে না বুকিং করার পর৷ এবার গ্রাহকদের জন্য এলপিজি সংস্থা নিয়ে আসতে চলেছে এলপিজি তৎকাল পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে মাত্র ৩০ মিনিটে৷ অর্থাৎ সেদিনই সিলিন্ডার পেয়ে যাবেন যেদিন গ্যাস বুকিং করবেন৷ প্রথমে প্রত্যেক রাজ্যের একটি শহরে IOC-র তরফে এই পরিষেবা চালু করা হবে৷

Business Standard-এর প্রকাশিত খবর অনুযায়ী, প্রত্যেক রাজ্যের একটি শহর বা জেলা সিলেক্ট করবেন IOC, যেখানে প্রথমে এই সুবিধা দেওয়া হবে। এখনও এই সংক্রান্ত কাজ চলছে বলে সরকারি তেল সংস্থার তরফে জানানো হয়েছে৷ তবে শীঘ্রই গ্রাহকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা চালু করা হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বর্তমানে দেশে এলপিজি গ্রাহক রয়েছে প্রায় ২৮ কোটি৷ এর মধ্যে ইন্ডেন গ্যাস ব্যবহার করেন ১৪ কোটি গ্রাহক৷

IOC-আধিকারিকরা জানিয়েছেন গ্ৰাহকদের কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে তৎকাল এলপিজি পরিষেবা ‘single day delivery service’ এর সুবিধা নেওয়ার জন্য৷ শীঘ্রই বিস্তারিত জানানো হবে এই বিষয়ে।

Related Articles