অর্থনীতিনিউজ

এই পদ্ধতিতে গ‍্যাস সিলিন্ডার বুকিং করলে পাবেন ৫০ টাকা ছাড়, জেনে নিন খুঁটিনাটি

Advertisement
Advertisement

রান্নার গ্যাসের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে৷ বর্তমানে ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৯৪ টাকা। যদিও একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি ৫০ টাকা নিশ্চিত ছাড় পেতে পারেন৷ তবে এই জন্য গ্যাস সিলিন্ডারের বুকিং ICICI Bank এর পকেটস ওয়ালেটের মাধ্যমে করা জরুরি।

পকেটস ওয়ালেট কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁরা জানুয়ারি মাসে প্রথমবার এই অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং বা বিল পেমেন্ট করবেন। তবে ক্যাশব্যাক পাওয়ার জন্য PMRJAN2021 প্রোমো কোড দিতে হবে৷ ১০ শতাংশ হিসেবে অধিকতম ৫০ টাকা ছাড় পাবেন৷ পকেটের তরফে এই অফার ২৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত বৈধ৷ এই প্রোমো কোড মাসে ৩ বার বৈধ হিসেবে গণ্য হবে।

নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে গ্যাস বুকিং করতে হবে এই ওয়ালেটের মাধ্যমে।

১. প্রথমে পকেটস ওয়ালেট অ্যাপ ওপেন করতে হবে।
২. এরপর পে বিল অপশন এ ক্লিক করতে হবে।
৩. এরপর Choose Billers-এ More অপশন দেখা যাবে যার উপর ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার সামনে চলে আসবে এলপিজির অপশন।
৫. এখানে আপনার সার্ভিস প্রোভাইডারকে সিলেক্ট করতে হবে৷ এরপর কনজিউমার নম্বর দিতে হবে।
৬. এরপর প্রোমো কোড অপশনে গিয়ে PMRJAN2021 টাইপ করতে হবে।
৭. এরপর সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
৮. ট্রানজাকশনের ১০ দিনের মধ্যে ১০ শতাংশ হিসেবে অধিকতম ৫০ টাকা ক্যাশব্যাক ওয়ালেটে ক্রেডিট করে দেওয়া হবে।

Related Articles