Advertisements

প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী, মাত্র ৮ দিনের মাথায় মৃত স্বামীর পিছু নিলেন প্রতিমাদেবী!

Advertisements

কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কবি শঙ্খ ঘোষের, আর এবার চলে গেলেন কবির স্ত্রী প্রতিমা ঘোষ। কবির জীবনাবসানের আটদিনের মাথাতে পরলোগ গমন করলেন কবির স্ত্রী।

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রতিমা দেবী। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ, সংক্রমিত ছিলেন কবি স্ত্রী প্রতিমাদেবীও।

কবি এবং কবির স্ত্রী বেশ কিছু দিন যাবৎ করোনায় আক্রান্ত ছিলেন, দুজনের বাড়িতেই আইসোলেশনে রেখেই চলছিলো চিকিৎসা। ২১ এপ্রিল সকালে কবি শঙ্খ ঘোষের জীবনাবসান ঘটে। আর এবার চলে গেলেন কবির স্ত্রী প্রতিমা দেবী।

মৃত্যুকালে প্রতিমা দেবীর বয়স হয়েছিল ৮৯ বছর, পরিবার সূত্রে খবর, গত কিছুদিন যাবৎ শারীরিক অবস্থা ভালো ছিলনা তার। শারীরিক অবস্থার এতটাই খারাপ ছিলো যে বাড়ি থেকে হাসপাতালেও স্থানান্তরিত করা যায়নি প্রতিমা দেবী কে। অবশেষে আজ ভোরে করোনার দ্বিতীয় ঢেউ এর কাছে হেরে যান কবি জায়া।

Related Articles