অর্থনীতিনিউজ

জানুয়ারিতে এই ১৬ দিন বন্ধ থাকবে ব‍্যাঙ্ক, রইল পুর্নাঙ্গ তালিকা

Advertisement
Advertisement

ব্যাঙ্কের গ্রাহকদের জন্য নিরাশাজনক খবর। নতুন বছরের প্রথম মাসে ১৬ দিন ছুটি থাকবে ব্যাঙ্কগুলিতে। গ্রাহকরা ব্যাঙ্কের বিভিন্ন সুবিধা এখন অনলাইনে পেলেও কিছু কাজের জন্য, যেমন চেক পরিষেবা, ব্যাঙ্ক লোন সহ একাধিক বিষয়ে গ্রাহকদের সশরীরে ব্যাঙ্কে যাওয়ার‌ই নিয়ম।

তবে জানুয়ারীতে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ব্যাঙ্কের কাজকর্ম করতে ছুটির দিন খেয়াল রাখতে হবে গ্রাহকদের। ১৬ দিন ছুটির মধ্যে মধ্যে রবিবার পড়েছে পাঁচটি। সেই সাথে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটির দিন। এবার একনজরে দেখে নিন জানুয়ারী, ২০২১-এর ছুটির দিনগুলি :

১লা জানুয়ারি, ২০২১ : ইংরেজী নববর্ষের কারণে নতুন বছরের প্রথম দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যে। যেমন সিকিম, মিজোরাম, মণিপুর ও তামিলনাড়ুতে ১ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ জানুয়ারি,২০২১ : নববর্ষের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে মিজোরামে।

৩ জানুয়ারি, ২০২১ : রবিবার।

৯ জানুয়ারি, ২০২১ : মাসের দ্বিতীয় শনিবার।

১০ জানুয়ারি, ২০২১ : রবিবার।

১২ জানুয়ারি, ২০২১ : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ছুটি।

১৪ জানুয়ারি, ২০২১ : গুজরাত, তামিলনাড়ু, সিকিম ও তেলঙ্গানায় মকর সংক্রান্তির ছুটি।

১৫ জানুয়ারি, ২০২১ : মাঘ বিহু উপলক্ষে অসম ও তামিলনাড়ুতে ব্যাঙ্ক ছুটি।

১৬ জানুয়ারি, ২০২১ : তামিলনাড়ুতে উছাবর থিরুনল উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।

১৭ জানুয়ারি, ২০২১ : রবিবার।

২০ জানুয়ারি, ২০২১ : গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাঞ্জাবে ছুটি।

২৩ জানুয়ারি, ২০২১ : নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী ও চতুর্থ শনিবার।

২৪ জানুয়ারি, ২০২০ : রবিবার।

২৫ জানুয়ারি, ২০২০ : Imoinu Iratpa- র উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ মণিপুরে।

২৬ জানুয়ারি, ২০২১ : প্রজাতন্ত্র দিবস। 

৩১ জানুয়ারি, ২০২১ : রবিবার। 

Related Articles