আন্তর্জাতিকনিউজ

‘ভগবান রাম ভারতীয় নন, উনি নেপালি’ ইতিহাস পাল্টানোর চেষ্টায় নেপালের প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

গত কদিন ধরেই ভারত এবং চীন সংঘাতের পাশাপাশি শিরোনামে উঠে আসছে ভারত-নেপাল বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে উল্লেখ করায় ভারত এবং নেপালের সম্পর্কের অবনতি ঘটেছে। এই ঘটনার পরে খোদ নিজের দলের কর্মীদের বিরোধের মুখে পড়েছিল নেপালের প্রধানমন্ত্রী। এরমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন।

গতকাল সোমবার, ভানু জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নিজ বাসভবনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভগবান রাম ভারতীয় নন। এমনকি অযোধ্যা ভারতের অংশ নয়। তিনি বলেন, ভারতের একটি জায়গাকে ভারত, ‘অযোধ্যা’ বলে দাবি করে। কিন্তু সেটি আসল অযোধ্যা নয়। আসল অযোধ্যা অবস্থিত নেপালের বীরগঞ্জের থোরিতে। তিনি আরও বলেন,‘বাল্মীকি আশ্রম নেপালেই অবস্থিত। অযোধ্যা অবস্থিত বীরগঞ্জের পশ্চিমে থোরিতে। এছাড়া দশরথ পুত্র সন্তান লাভের জন্য রিদিতে যজ্ঞ করেছিলেন।’ তিনি এও বলেন এগুলো বলার জন্য হয়তো অনেকের রোষের মুখে পড়তে পারেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম নাকি নেপাল সরকার এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নিয়ে মিথাপ্রচার চালাচ্ছে, এমনটা অভিযোগ করা হয়েছে নেপাল সরকারের পক্ষ থেকে। নেপাল সরকারের অভিযোগ, ভারতীয় সংবাদমাধ্যমগুলো নাকি প্রতিনিয়ত প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles