অর্থনীতিনিউজ

ব্যাংকে যাওয়ার দিন শেষ! এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন নগদ টাকা, জানুন কিভাবে পাবেন

Advertisement
Advertisement

Cash Withdrawal: একটা সময় ছিল যখন টাকার প্রয়োজন পড়লেই সাধারণ মানুষকে ছুটতে হতো ব্যাঙ্কে। তবে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু খোলা থাকতো ব্যাঙ্কের দরজা। রাত বিরেতে প্রয়োজন পড়লে যাতে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে বাড়ির দোড়গোড়ায় খোলা হয়েছে এটিএম কাউন্টার। আর এবার টাকা তোলা হয়ে গেল আরও সহজ। জরুরি প্রয়োজনে আর যেতে হবে না ব্যাঙ্ক কিংবা এটিএমে। বাড়িতে বসে কেবলমাত্র আধার কার্ড ব্যবহার করেই তোলা যাবে টাকা। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে কিন্তু ঘটেছে এই ঘটনাই। কীভাবে আধার কার্ড ব্যবহার করে টাকা তোলা যাবে? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

ব্যাঙ্ক কিংবা এটিএমে যাওয়ার সময় যদি না থাকে হাতে তাহলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অনলাইন আধার এটিএস পরিষেবা ব্যবহার করে ঘরে বসেই নগদ টাকা হাতে পাবেন গ্রাহকরা। জরুরী সময় ঘরে বসে নগদ টাকা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে এই অনলাইন আধার এটিএম পরিষেবা। সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে। সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘জরুরী নগদের প্রয়োজন, অথচ ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? চিন্তা করার কারণ নেই। এবার সহজেই বাড়িতে বসে হাতে পাওয়া যাবে নগদ। IPPBONLine Aadhar ATM পরিষেবা ব্যবহার করে বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন টাকা। এই কাজ করতে সাহায্য করবে পোস্টম্যান’।

জানিয়ে রাখি, আধার সক্ষম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে একজন ব্যক্তি তাঁর বায়োমেট্রিক ব্যবহার করে খুব সহজেই নগদ টাকা তুলতে বা আধার সংযুক্ত অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদান করতে পারেন। এটিএম কাউন্টার কিংবা ব্যাঙ্কে না গিয়ে এই কাজ করতে পারবেন গ্রাহকরা। এতে একদিকে যেমন সময় বাজবে ঠিক তেমনই প্রয়োজন হলে ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসে নগদ টাকা হাতে পেয়ে যাবেন গ্রাহকরা। তবে কেবলমাত্র কিন্তু টাকা তোলা নয় পাশাপাশি ব্যালেন্স যাচাই, মিনি স্টেটমেন্ট, আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার সবকিছুই খুব সহজে দেখে নিতে পারবেন গ্রাহকরা।

এই পরিষেবা যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই গ্রাহকদের বেশ কিছু কাজ করতে হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে আধার কার্ড।

কেবলমাত্র বায়োমেট্রিক ব্যবহার করেই করা যাবে লেনদেন।

লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে m-ATM এ। এমনকি মোবাইল নম্বর যদি থাকে লিংক তাহলে ব্যাঙ্ক থেকে চলে আসবে এসএমএস।

এই পরিষেবা ব্যবহার করার জন্য বাড়তি কোনরকম চার্জ দিতে হবে না গ্রাহকদের। তবে ডোর স্টেপ সার্ভিস চার্জ গ্রাহকদের জন্য প্রচলিত ফি অনুযায়ী প্রযোজ্য হবে।

10,000 টাকার বেশি করা যাবে না লেনদেন।

Related Articles