অর্থনীতিনিউজ

মহিলাদের জন্য স্পেশাল সেভিংস স্কিম পোস্ট অফিসের, টাকা রাখলেই বিরাট লাভ পাবেন

Advertisement
Advertisement

Post Office Investment: বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। দুর্দান্ত রিটার্ন পাওয়ার আশায় আজকাল কমবেশি সকলেই বিনিয়োগ করছেন শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে। তবে এমন বিনিয়োগে কিন্তু রয়েছে মার্কেট রিস্ক। যদি সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতেই হয় তাহলে ভরসা রাখতে হবে পোস্ট অফিসে (Post Office Investment)। মহিলাদের জন্য দুর্দান্ত একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Post Office Scheme

মহিলাদের স্বনির্ভর করতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার। আর এবার মহিলাদের জন্য পোস্ট অফিসে চালু হলো একটি নয়া প্রকল্প। স্বল্প সঞ্চয়ের এই প্রকল্পের নাম ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’। এতে নূন্যতম বিনিয়োগে দুর্দান্ত রিটার্ন পাওয়া যাবে। প্রত্যেক বছর মিলবে 7.5 শতাংশ সুদ। সর্বাধিক 2 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন মহিলারা।

2023 সালে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ চালু করে নরেন্দ্র মোদি সরকার। মাত্র কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্প। অনেকেরই মতে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি মতোই পোস্ট অফিসের সেরা স্কিম গুলির তালিকায় রয়েছে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের’ নাম।

কত টাকা মিলবে রিটার্ন-

2 বছরের জন্য বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। 2 বছরে যদি কোনো মহিলা 2 লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটির সময় তিনি পেয়ে যাবেন 2.32 লাখ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র- আধার কার্ড, প্যান কার্ড, চেক, পাসপোর্ট সাইজের ছবি

কারা করতে পারবেন আবেদন-

এই প্রকল্পে আবেদন করতে পারবেন যে কোনো মহিলা। নিজের জন্য কিংবা নিজের নাবালিকা কন্যার জন্য করতে পারবেন বিনিয়োগ।

মিলছে কোন কোন সুবিধা-

এই প্রকল্পে বিনিয়োগ করলে 7.50 শতাংশ সুদ পেয়ে যাবেন মহিলারা।

বিনিয়োগকারী চাইলে এই প্রকল্পে দুটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে দুটি অ্যাকাউন্টের মধ্যে ন্যূনতম তিন মাসের ব্যবধান থাকতে হবে।

অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যেই টাকা তুলে নেওয়া যাবে 40 শতাংশ।

কোনভাবে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে নমিনি পুরো টাকা তুলতে পারবেন।

সময়ের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে 7.50 শতাংশের বদলে 5.50 শতাংশ হারে মিলবে সুদ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ এ আয়কর আইনের 80C ধারার অধীনে কর ছাড় মিলবে।

Related Articles