অর্থনীতিনিউজ

LIC Jeevan shanti policy: LIC-র এই স্কীমে বিনিয়োগ করে পাশে পেয়ে যান ১১,০০০ টাকা! কীভাবে জেনে নিন

অবসরকালীন সময়কে সুনিশ্চিত করতে বিনিয়োগ করুন এলআইসির এই স্কীমে

Advertisement
Advertisement

ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অনেকেই বিভিন্ন বীমা কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। আপনিও কি একজন বিনিয়োগকারী? আপনি কি এমন একটা প্ল্যান খুঁজছেন, যে প্ল্যানে বিনিয়োগ করে মাস শেষে মোটা অঙ্কের টাকা পেনশন হিসাবে পাবেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজ এমন একটি প্ল্যান সম্পকে আপনাদের জানাবো, যেখানে এককালীন বিনিয়োগ করে মাসের শেষে ১১,০০০ টাকা পেনশন পেতে পারেন। চলুন প্ল্যানটি (LIC Jeevan shanti policy) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আজ আপনাদের এলআইসির একটি দুর্দান্ত বীমা পলিসি নিয়ে কথা বলবো। এই পলিসির নাম জীবন শান্তি পলিসি (LIC Jeevan shanti policy)। এক্ষেত্রে বলা যায়, এলআইসি দেশের অন্যতম বিশ্বস্ত বিনিয়োগকারী সংস্থা। এই সংস্থায় বিনিয়োগ ঝুঁকিহীন ও নিরাপদ। তাই অনেকেই এলআইসির অনেক স্কীমেই বিনিয়োগ করে থাকেন। আর জীবন শান্তি স্কীম এলআইসির পলিসি গুলির মধ্যে অন্যতম।

জীবন শান্তি পলিসি (LIC Jeevan shanti policy) একটি বার্ষিক বীমা পলিসি। এই পলিসি কেনার সাথেই ঠিক হয়ে যায় পেনশনের পরিমান। এখানে দুটি বিকল্পে পলিসি কেনা যাবে। একটি একক ভাবে,অন্যটি যৌথ ভাবে। এই পলিসি কেনার জন্য বিনিয়োগকারীর নুন্যতম বয়স ৩০ হতে হবে এবং ৭৯ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে। পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে, জমাকৃত অর্থ পাবেন নমিনি হোল্ডার।

জীবন শান্তি পলিসিতে (LIC Jeevan shanti policy) নুন্যতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। তবে এই পলিসিতে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। বিনিয়োগের ৫, ১০ বা ২০ কে কোন বছর থেকে পেনশন নিতে পারবেন। এখানে নূন্যতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি বছর ১২,০০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পাবেন। তবে যদি প্রতি মাসে ১১০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে ১০ লক্ষ টাকা দিয়ে পলিসি কিনতে হবে।

Related Articles