অর্থনীতিনিউজ

Rules from 1 November: ১লা নভেম্বর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন! প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে

নভেম্বরের শুরুতে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে, জানুন বিস্তারিত

Advertisement
Advertisement

আর একদিন পরেই শেষ হয়ে যাবে অক্টোবর। তারপর শুরু নভেম্বর মাস। এই নভেম্বরেও রয়েছে উৎসব। আর উৎসবের আগেই নভেম্বর শুরু হলেই একাধিক ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। জিনিস পত্রের ক্ষেত্রেও দামের পরিবর্তন ঘটবে। নভেম্বরের শুরুতে একাধিক নিয়মের পরিবর্তন (Rules from 1 November) মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন হতে চলেছে? জেনে নিন।

১) GST ক্ষেত্রে পরিবর্তন- ১লা নভেম্বর থেকে জিএসটি-র ক্ষেত্রে (Rules from 1 November) বিশেষ প্রভাব পড়তে চলেছে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। ১০০ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে ই-চালান আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিএসইও লেনদেনের ফি বারানো হবে বলে জানা যাচ্ছে।

২) LPG গ্যাসের দামে পরিবর্তন: প্রতি মাসেই গ্যাসের দামের ক্ষেত্রে পরিবর্তন ঘটে (Rules from 1 November)। আর নভেম্বরেও রান্নার গ্যাসের উপর দামের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। সামনেই দীপাবলি, তাই দাম বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তবে গত মাসে গ্যাসের দাম অনেকটাই কম ছিল। দাম আগের মতোই থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

৩) সেনসেক্সে ফি প্রদান- গত ১লা নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভস সেগমেন্টে ফি প্রদান করতে হবে (Rules from 1 November)। একথা ২০ই অক্টোবর ঘোষণা করেছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই ফি বাড়লে খুচরো বিনিয়োগকারী ও ছোট ব্যবসায়ীদের উপর বিশেষ প্রভাব পড়বে। যদিও এই ঘোষণার পর থেকে মানুষ এর বিরোধিতা শুরু করেছে।

Related Articles