মারণ রোগে আক্রান্ত হলেন শুভশ্রী গাঙ্গুলি, ইউভানকে নিয়ে গভীর চিন্তায় রাজশ্রীর ভক্তরা

করোনা আক্রান্ত হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সুস্থ আছে ইউভান। নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান নায়িকা। সঙ্গে জানান এক্কেবারে সুস্থ আছে ছোট্ট ইউভান।
টলিপাড়ায় ইতিমধ্যে করোনা থাবা বসিয়েছে, অভিনেতা জিতের করোনা আক্রান্ত হওয়ার খবরের পর এবার শুভশ্রীর আক্রান্ত হওয়ার খবর মিলল। যা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে টলি টাউনের জন্য।
স্বামী রাজ তৃণমূলের ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হয়ে দাড়িয়েছেন সাথে ভোটে আর সেই ভোটের মনোনয়নপত্র জমা দিতে স্বামীর সাথে দেখা গিয়েছিল শুভশ্রীকে, সেই সময় ভোটের প্রচারেও বেরিয়েছিলেন শুভশ্রী, আর তখনই বহু মানুষের সংস্পর্শে আসেন নায়িকা।
শুভশ্রী জানান তিনি ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইনে আছেন, সমস্ত স্বাস্থ্যবিধি গ্রহণ করছেন। ইউভান রয়েছে তার কেয়ারটেকারের কাছে, রাজও সুস্থ আছেন, আপাতত ভোটের প্রচারে ব্যারাকপুর এই রয়েছেন পরিচালক। সাথে সকলকে অভিনেত্রী অনুরোধ করেন, সকলে যেনো মাস্ক পড়ে থাকেন এবং বারবার স্যানিটাইজার করেন।