বিনোদন

নীল-তৃণার এলাহি রিসেপশনে রাজকীয় খাবারের সম্ভার, দেখে নিন মেনু কার্ড

Advertisement
Advertisement

বন্ধুত্বের মোড়কে মোড়া প্রেম অবশেষে পেয়েছে পরিণতি।। বহু প্রতিক্ষা শেষে চার হাত এক হয়েছে টলিপাড়ার চর্চিত জুটি নীল তৃণার। বেশ কয়েকদিন আগে বিয়ে সারলেও গতকালই রিসেপশন সারে নীল তৃণা।

বহু বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছে নীল তৃনা। প্রথমে নিজেদের প্রেমকে বন্ধুত্বের মোড়ক দিয়ে রাখলেও পরবর্তীতে টলিপাড়ার সকলেই জেনে যায় চুপিসারে বহু দিন ধরেই প্রেম করছে নীল তৃণা। প্রায় ১০ বছরেরও বেশি প্রেম গত ৪ ফেব্রুয়ারি পায় পরিণতি। সেলেব জুটির বিয়ের আসর দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসেছিল।

৪ ফেব্রুয়ারি বিয়ের আসর বসলেও কিন্ত রিসেপশন হয় গতকাল ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে তে। লাল রঙের লেহেঙ্গা, হাতে গলায় সোনার গয়না আর মাথায় সিঁদুরে রাঙা হয়ে হাজির গিয়েছিলেন তৃণা। কম যায়নি নীলের সাজও। মেরুন শেরওয়ানি কাঁধে সোনালি রঙের উত্তরীয়তে সেজেছিলেন তৃণার বর।

অন্যদিকে অনুষ্ঠানস্থলে বড় পর্দায় চলছিল নীল তৃণার বিয়ের দিনের ভিডিয়ো। সকলের জানা নীল তৃণার বিয়ের দিন কিন্ত খাঁটি বাঙালিয়ানায় মোড়া মেনু রাখা হয়েছিল। রিসেপশনের দিনও কিন্ত কোনও কমতি নেই মেনুতে। রিসেপশনেও ছিল এলাহী আয়োজন। কি কি ছিল মেনুতে? দেখে নিন-

মাটন গলৌটি কাবাব থেকে শুরু পনীর টিক্কা কাবাব সঙ্গে ফলের রস, পাস্তা, ১১ রকমের স্রেফ সালাড, গ্রিন সালাড, ব্রকোলি সালাড, ফ্রুট সালাডে শেষ স্টাটার্ড। এবার পালা ‘মেইন কোর্স’-র। নিরামিশ আমিশ দুই ছিল। বাটার নান থেকে রুমালি রুটি, ডাল মাখানি, ককটেল ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাঁপ, বাসমতি রাইস, মুর্গির কষা মাংস, চিংড়ি, পনীর পসন্দ, খুশখা পোলাও, আলু-গোবি কষা। তাছাড়াও ছিল আলু বোখরার চাটনি, ক্ষীর সহযোগে কেসরি জিলিপি, পাঁপড়, গাজরের হালুয়া, সন্দেশ, ভ্যানিলা আইসক্রিম আর টাটকা ফল আর পান।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles