Advertisements

সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত গান গাইল প্রতিযোগী কিশোরী, গান শুনেই কেঁদে ফেললেন Shreya Ghoshal

Advertisements

when words fail music speaks- একথা বোধহয় সবচেয়ে বড়ো সত্যি। যে কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারিনা সে কথা খুব সহজেই গানের মাধ্যমে প্রকাশ করতে পারি সে প্রিয় মানুষের কাছে ভালোবাসার অভিব্যক্তি হোক কিংবা বিচ্ছেদের মুহুর্তে কষ্টের প্রকাশ।

গান এমন একটা জিনিস যা অন্তর থেকে না আসলে কেবল সুরের মাধ্যমে পূর্ণতা পায়না। এরকম খুব কম শিল্পী আছেন যাদের গান সুরের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, আবেগিত করে তোলে মনকে। আর এবার এরকম এক শিল্পীর সাথেই পরিচয় ঘটলো আমাদের।

ইন্ডিয়ান আইডল এমনই একটি রিয়েলিটি শো যা জেতার স্বপ্ন সকল গায়ক গায়কী দেখে থাকেন। নিজেদের দক্ষতায় এই শোতে অংশগ্রহণ করার চেষ্টা করে থাকেন‌ প্রচুর মানুষ। আর এবার এই ইন্ডিয়ান আইডলের মঞ্চেই এক অসাধারন প্রতিভার নিদর্শন মিললো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইন্ডিয়ান আইডল মঞ্চের একটি ক্লিপ উঠে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে অসম্ভব সুন্দর দক্ষতায় আ মিলো সাজনা গানটি গেয়ে চলেছে। এত কঠিন একটা গান এইটুকু বয়সে যেভাবে সাবলীল ভাবে গেয়েছে তা এককথায় অনবদ্য। আর তার কন্ঠের গভীরতায় এতটাই মুগ্ধ হয়েছেন সবাই যে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বিচারক আসনে বসে থাকা শ্রেয়া ঘোষালের মতো সুরসম্রাজ্ঞীও। তার সুরের আবেগের ছোয়ায় অশ্রুসিক্ত হয়ে গেছে উপস্থিত দর্শক ও বিচারকদের চোখ।

Related Articles