বিনোদন

এবার মা দুর্গা রুপে আসছেন মিমি চক্রবর্তী, মহামায়ার অনন্য রূপে মিমি, দেখে নিন ভিডিও

Advertisement
Advertisement

হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই সপরিবারে মর্তে আগমন ঘটবে মা দূর্গার। ক্যালেন্ডার বলছে পুজো দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। যদিও করোনা আবহে চলতি বছর প্রতি বছরের ন্যায় নেই উদ্যমতা, নেই আনন্দ। কিন্তু তবুও দূর্গাপূজা বলে কথা আর বাঙালির দূর্গাপূজা থেকে বিরত থাকবে এতো হতে পারে না। দূর্গাপূজা মানেই দিন গোনা মহালায়ার। কিন্তু চলতি বছর মহামায়া রূপে কার আগমন ঘটছে জানেন কি আপনারা?

জানেন না নিশ্চয়ই, প্রতিবছরই কোন না কোন নায়িকা মা দূর্গা রূপে আসবেন তা নিয়ে উৎসাহের শেষ থাকে না দর্শকদের। এই বছরও তার বাতিক্রম নেই। চলতি বছর তারকা সাংসদ মিমি চক্রবর্তী আসছেন মহামায়া রূপে । একটি বিনোদন চ্যানেলের এই বছরের মহালয়ার অনুষ্ঠানে দশভূজা হচ্ছেন মিমি। জানিয়ে রাখি এই প্রথম মা দূর্গা হচ্ছেন মিমি।

রাজনৈতিক কর্তব্য, সঙ্গে অভিনয় দুয়ে মিলিয়েই অনেকেই হয়ে যায় নাজেহাল। এরই মাঝে আবার মহালয়া। কিভাবে সামলাচ্ছেন অভিনেত্রী? এই প্রসঙ্গে মিমির উত্তর ‘মা দুর্গার আশীর্বাদে সকলের ভাল লাগবে, আমার এই চেষ্টা’। মহালয়া মানে তো শুধু মা দূর্গা হলে চলবে না সেখানে থাকে নাচ, ফাইট সিকোয়েন্স সেক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে মিমি বলেন, ‘অনেক নতুন চমক রয়েছে এই মহালয়ার অনুষ্ঠানে। একদিনে দু’বার করে পোশাক বদল করতে হতো। তার মধ্যে কঠিন ফাইট সিকোয়েন্স, ভারী গয়না, সঙ্গে নাচতেও হয়েছে। সব মিলিয়ে বেগ পেতে হয়েছে’।

যদিও প্রতি বছরই কোনও না কোনও নায়িকা হয়ে ওঠেন মহালয়ার মা দূর্গা। সেক্ষেত্রে একটা তুলনা এসেই যায়। এই প্রসঙ্গে মিমি জানান, ‘এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। কিন্তু চিন্তা ছিল। এতদিন আমার আগে যাঁরা করেছেন, সকলেই ভীষণ ভাল। আমিও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি’। এই প্রথম মহালয়া করার প্রসঙ্গে তারকা সাংসদ বলেন, ‘এই প্রথমবার মা দূর্গার বেশে নিজেকে দেখলাম। মহালয়া করতে খুব ভাল লেগেছে’। তবে, শুধুমাত্র অভিনেত্রীর ভালো লাগলে তো চলবে না ভালো লাগতে হবে দর্শকদের। চলতি বছর মা দূর্গা রূপে মিমিকে কতটা পছন্দ করেন দর্শকরা তা বলে অবশ্য দেবে সময়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles